ক্রীড়া ডেস্ক
হার এখন বাংলাদেশ ক্রিকেট দলের নিত্যসঙ্গী। সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর পাকিস্তান সিরিজটাও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। যেখানে পাকিস্তানের কাছে সিরিজটাই শুধু খোয়ায়নি। লিটনের বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। হতশ্রী পারফরম্যান্সের জন্য এখন ক্ষমা চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর জিততেই ভুলে গেছে বাংলাদেশ। টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে লিটনের বাংলাদেশ। লাহোরে গত রাতে ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে পাকিস্তান ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল বাংলাদেশকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমি বাংলাদেশের ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কারণ, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। আশা করি, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। ব্যাটিং ব্যর্থতায় সেই দু্ই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। লাহোরে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেলে বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৬৪ বলে ১১০ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন। তানজিদ তামিম-ইমনের জুটিটাই মূলত বাংলাদেশের ১৯৬ রানের ভিত গড়ে দিয়েছে।
প্রথম দুই ম্যাচের তুলনায় গত রাতে (তৃতীয় টি-টোয়েন্টি) নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমরা ভালো বোলিং, ফিল্ডিং—কোনোটিই গত দুই ম্যাচে করিনি। তবে এই ম্যাচে এমন উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেটটা দারুণ। ইমন-তানজিদ সত্যিই দারুণ ব্যাটিং করেছে। বেশির ভাগ ক্রিকেটারই সামনে এগিয়ে এসেছে ও ভালো কাজ করেছে।’
আরব আমিরাত, পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
হার এখন বাংলাদেশ ক্রিকেট দলের নিত্যসঙ্গী। সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর পাকিস্তান সিরিজটাও হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। যেখানে পাকিস্তানের কাছে সিরিজটাই শুধু খোয়ায়নি। লিটনের বাংলাদেশ হয়েছে ধবলধোলাই। হতশ্রী পারফরম্যান্সের জন্য এখন ক্ষমা চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর জিততেই ভুলে গেছে বাংলাদেশ। টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে লিটনের বাংলাদেশ। লাহোরে গত রাতে ধবলধোলাই এড়ানোর মিশনে নেমে স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে পাকিস্তান ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল বাংলাদেশকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমি বাংলাদেশের ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। কারণ, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। আশা করি, আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টিই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টিতেই পাকিস্তান করেছে ২০১ রান। ব্যাটিং ব্যর্থতায় সেই দু্ই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। লাহোরে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পেলে বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৬৪ বলে ১১০ রানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রাখেন। তানজিদ তামিম-ইমনের জুটিটাই মূলত বাংলাদেশের ১৯৬ রানের ভিত গড়ে দিয়েছে।
প্রথম দুই ম্যাচের তুলনায় গত রাতে (তৃতীয় টি-টোয়েন্টি) নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমরা ভালো বোলিং, ফিল্ডিং—কোনোটিই গত দুই ম্যাচে করিনি। তবে এই ম্যাচে এমন উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেটটা দারুণ। ইমন-তানজিদ সত্যিই দারুণ ব্যাটিং করেছে। বেশির ভাগ ক্রিকেটারই সামনে এগিয়ে এসেছে ও ভালো কাজ করেছে।’
আরব আমিরাত, পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে