Ajker Patrika

খেলতে খেলতেই করোনা পজিটিভ রোহিত

আপডেট : ২৬ জুন ২০২২, ১৮: ০০
খেলতে খেলতেই করোনা পজিটিভ রোহিত

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে করোনার চোখ রাঙানি কিছুতেই থামছে না। গত বছর ভারতীয় দল সিরিজ শেষ না করেই দেশে ফিরেছিল করোনার কারণে।

যে একটি টেস্ট বাকি ছিল, সেটাসহ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবারও ইংল্যান্ডে গেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। কিন্তু বিমানবন্দরে রুটিন চেকআপে পজিটিভ হওয়ায় রেখে যেতে হয় রবিচন্দ্রন অশ্বিনকে।

ইংল্যান্ডে পৌঁছে এবার খোদ অধিনায়ক রোহিতের শরীরেই মহামারি ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। সেটিও প্রস্তুতি ম্যাচ খেলার সময়।

লেস্টারশায়ারের বিপক্ষে গা গরমের ম্যাচের সময় সবারই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করানো হয়। তাতে রোহিতের করোনা ধরা পড়ে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, রোহিতকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ বিষয়টি আরেক দফা নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্ট করানো হবে। 

লেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ রান করেছেন রোহিত। করোনা পজিটিভ হওয়ায় ব্যাট করতে পারেননি দ্বিতীয় ইনিংসে।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চারটিতে ৫২.৫৭ গড়ে ৩৬৮ রান করেছেন রোহিত। ওভালে সেঞ্চুরিও আছে তাঁর। সফরে দলের সেরা ব্যাটার ছিলেন তিনিই। যদিও গত বছর অধিনায়ক ছিলেন না রোহিত। দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি।

ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। বার্মিংহামে এজবাস্টনে ১ জুলাই শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট। তার আগে রোহিত করোনা নেগেটিভ না হলে ভারতের জন্য বড় ধাক্কাই হবে। ইতিমধ্যে দলের নিয়মিত ওপেনার লোকেশ রাহুল কুঁচকির চোটে ছিটকে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত