ক্রীড়া ডেস্ক
আক্রমণাত্মক মানসিকতার বিরাট কোহলিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। উইকেটের পর বুনো উদযাপন, কড়া কথায় ব্যাটারদের তাতিয়ে দেওয়া-এসব কাজে কোহলির জুড়ি মেলার ভার। বক্সিং ডে টেস্টে আজ কোহলি আলোড়ন তুলেছেন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে। এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।
কোহলি-কনস্টাসের কাঁধে কাঁধ লাগিয়ে ঝগড়ার ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সায়মন টফেল ঘটনাটা নিয়ে কথা বলেন চ্যানেল সেভেনের সঙ্গে। তাঁর (টফেল) মতে কোহলি যেভাবে ঝগড়া বাঁধিয়েছেন, তাতে আইসিসির আচরণবিধির অধীনে বাজে ধাক্কাধাক্কি হিসেবে বিবেচনা করা হতে পারে। যদি টফেলের অনুমান সত্যি হয়, তাহলে কোহলির শাস্তি অবধারিত। সেক্ষেত্রে কনস্টাসও শাস্তি পেতে পারেন।
কনস্টাসের সঙ্গে কোহলির ধাক্কাধাক্কির ঘটনা নজর এড়ায়নি রিকি পন্টিংয়েরও। চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়ার সময় ঘটনার রিপ্লে দেখে পন্টিং বলেন,‘দেখুন কোহলি কোথা দিয়ে হাঁটছে। পুরো পিচ পাড়ি দিয়ে ঝামেলার সূচনা করেছে বিরাটই। আমার কাছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ কোহলির সঙ্গে ঘটনাটা নিয়ে কথা বলেছেন স্বয়ং কনস্টাসও। অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমার মতে দুই জনের ভেতরই আবেগ বেশি কাজ করছিল। পুরোপুরি ব্যাপারটা বুঝতেও পারিনি। আমার গ্লাভস নিয়ে কাজ করছিলাম। তখন কাঁধে কাঁধ লেগে কথা কাটাকাটি হয়েছে। তবে ক্রিকেটে এমনটা হয়ে থাকে।’
১৯ বছর ৮৫ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হয়েছে কনস্টাসের। অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষিক্ত ক্রিকেটার এখন তিনি। ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে কনস্টাস এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।
আক্রমণাত্মক মানসিকতার বিরাট কোহলিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। উইকেটের পর বুনো উদযাপন, কড়া কথায় ব্যাটারদের তাতিয়ে দেওয়া-এসব কাজে কোহলির জুড়ি মেলার ভার। বক্সিং ডে টেস্টে আজ কোহলি আলোড়ন তুলেছেন অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে। এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।
কোহলি-কনস্টাসের কাঁধে কাঁধ লাগিয়ে ঝগড়ার ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সায়মন টফেল ঘটনাটা নিয়ে কথা বলেন চ্যানেল সেভেনের সঙ্গে। তাঁর (টফেল) মতে কোহলি যেভাবে ঝগড়া বাঁধিয়েছেন, তাতে আইসিসির আচরণবিধির অধীনে বাজে ধাক্কাধাক্কি হিসেবে বিবেচনা করা হতে পারে। যদি টফেলের অনুমান সত্যি হয়, তাহলে কোহলির শাস্তি অবধারিত। সেক্ষেত্রে কনস্টাসও শাস্তি পেতে পারেন।
কনস্টাসের সঙ্গে কোহলির ধাক্কাধাক্কির ঘটনা নজর এড়ায়নি রিকি পন্টিংয়েরও। চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়ার সময় ঘটনার রিপ্লে দেখে পন্টিং বলেন,‘দেখুন কোহলি কোথা দিয়ে হাঁটছে। পুরো পিচ পাড়ি দিয়ে ঝামেলার সূচনা করেছে বিরাটই। আমার কাছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ কোহলির সঙ্গে ঘটনাটা নিয়ে কথা বলেছেন স্বয়ং কনস্টাসও। অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমার মতে দুই জনের ভেতরই আবেগ বেশি কাজ করছিল। পুরোপুরি ব্যাপারটা বুঝতেও পারিনি। আমার গ্লাভস নিয়ে কাজ করছিলাম। তখন কাঁধে কাঁধ লেগে কথা কাটাকাটি হয়েছে। তবে ক্রিকেটে এমনটা হয়ে থাকে।’
১৯ বছর ৮৫ দিন বয়সে আজ টেস্ট অভিষেক হয়েছে কনস্টাসের। অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষিক্ত ক্রিকেটার এখন তিনি। ৬৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে কনস্টাস এলবিডব্লিউ হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভারে ৫ উইকেটে ২৫৪ রান করেছে অস্ট্রেলিয়া।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে