Ajker Patrika

বাদ দেওয়া সেই ইমন–রাব্বিকে ডাকা হলো শেষ টি–টোয়েন্টির জন্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাদ দেওয়া সেই ইমন–রাব্বিকে ডাকা হলো শেষ টি–টোয়েন্টির জন্য

পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দলে যুক্ত করা হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে। তৃতীয় টি–টোয়েন্টির একাদশে সুযোগ হলে দুজনের অভিষেক হবে। এর আগে রাব্বী দেশের হয়ে টেস্ট খেললেও ইমনের এখনো সেই সুযোগ মেলেনি। আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৮ উইকেটে বড় ব্যবধানে হারের সঙ্গে বাংলাদেশের হতাশা বাড়িয়েছে মোস্তাফিজুর রহমানের চোট। আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন মোস্তাফিজ। সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েছেন ফিজ। চোট সমস্যা আছে শরীফুল ইসলামেরও। ফিজ শেষ টি–টোয়েন্টিতে খেলতে পারবেন কিনা তা জানা যাবে আগামীকাল রোববার। তবে যা খবর, শেষ টি–টোয়েন্টিতে বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শরীফুলকে নিয়েও অনিশ্চয়তা আছে। এ জন্য এখন যেহেতু করোনা নেগেটিভ হলেই খেলা যাবে, তাই রাব্বীকে দ্রুত দলে যুক্ত করা হলো। 

অন্যদিকে ইমনের তো এই সিরিজে খেলা এক প্রকার অনুমিতই ছিল। ৭ নভেম্বর থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যে সাত তরুণকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন সেই দলে ছিলেন ইমনও। অবশ্য রাব্বিও ছিলেন সেই দলে। সিরিজ শুরুর আগে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইমনকে তৈরি করতেও দেখা গেছে। কিন্তু পরে অদ্ভুতভাবে ইমনকে দল থেকে বাদ দেওয়া হয়। পরে জানা যায় ওপেনিংয়ে ডানহাতি–বাঁহাতি সমন্বয় মেলাতে মোহাম্মদ নাঈমের সঙ্গে সাইফ হাসানকে দলে রাখা হয়েছে। 
 
কিন্তু প্রথম দুই টি–টোয়েন্টিতে একেবারেই ভরসা দিতে পারেননি সাইফ। দুই টি–টোয়েন্টিতে ৯ বল খেলে করেছেন সাকল্য ১ রান। এর চেয়ে এই ওপেনারের আউট হওয়ার ধরন নিয়েও বেশ প্রশ্ন উঠেছে। এতেই যেন ঘুম ভেঙেছে নির্বাচকদের। শেষ ম্যাচে তাই হয়তো সাইফের জায়গায় ঘরোয়া ক্রিকেটে টি–টোয়েন্টি মেজাজে ব্যাটিং করার সুনাম থাকা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ইমনকে বাজিয়ে দেখতে চাইছে তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেকে, মেয়েদের চার হলে ভোট শান্তিপূর্ণ

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত