Ajker Patrika

বেকায়দায় পড়া অস্ট্রেলিয়াকে বাঁচালেন ক্যারি-ওয়েবস্টার, বিবর্ণ স্মিথ

ক্রীড়া ডেস্ক    
বিপদে পড়া অস্ট্রেলিয়াকে বাঁচিয়েছেন অ্যালেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টার। ছবি: ক্রিকইনফো
বিপদে পড়া অস্ট্রেলিয়াকে বাঁচিয়েছেন অ্যালেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টার। ছবি: ক্রিকইনফো

বার্বাডোজ থেকে গ্রেনাডা—সব জায়গাতেই দেখা যাচ্ছে পেসারদের দাপট। আগুনে বোলিংয়ের জবাব দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যাটাররা। গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও যখন বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া, তখন বাঁচালেন মাঝের সারির ব্যাটাররা।

আঙুলে ব্যথার কারণে বার্বাডোজে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে তিনি ফিরেছেন জশ ইংলিসের জায়গায়। প্রায় এক মাস পর অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ফেরার দিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন অ্যালেক্স ক্যারি-বিউ ওয়েবস্টার। ক্যারি, ওয়েবস্টার দুজনের ব্যাটেই এসেছে ফিফটি। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ২৮৬ রান।

গ্রেনাডায় সিরিজের দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ে ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১১০ রানে পরিণত হয় অজিরা। ফেরার ম্যাচে স্মিথ করেছেন ৬ বলে ৩ রান। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। বেকায়দায় পড়া অস্ট্রেলিয়া উদ্ধার হয়েছে ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের ১৫০ বলে ১১২ রানের জুটিতে। ওয়েবস্টার টেস্ট মেজাজে ব্যাটিং করলেও ক্যারি তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ক্যারি ৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৬৩ রান। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের এটা ১১তম টেস্ট ফিফটি। অন্যদিকে ওয়েবস্টার করেছেন ৫২.১৭ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। ৬ টেস্টের ৯ ইনিংস খেলে চার ফিফটি তুলে নিয়েছেন অজি এই অলরাউন্ডার।

ক্যারিকে ফিরিয়ে জুটি ভেঙেছেন জাস্টিন গ্রিভস। ষষ্ঠ উইকেটে ক্যারি-ওয়েবস্টারের জুটিতে ৩০০-এর বেশি রানের আশা থাকলেও অস্ট্রেলিয়া সেটা করতে পারেনি। ৬৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৬৬.৫ ওভারে ২৮৬ রানে অলআউট হয়েছে। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে একমাত্র ওয়েবস্টারই রানআউট হয়েছেন। বাকি ৯ উইকেট পেসাররা তুলে নিয়েছেন। আলজারি জোসেফ ১৫.৩ ওভারে ৬১ রানে নিয়েছেন ৪ উইকেট। জেইডেন সিলস পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ফিলিপ, গ্রিভস ও শামার জোসেফ।

অস্ট্রেলিয়াকে ৬৭ ওভারের মধ্যে অলআউট করে দেওয়ার পর ব্যাটিং করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু যথেষ্ট পরিমাণ আলো না থাকায় আম্পায়াররা দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে স্বাগতিকেরা। প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত