মরুর দেশ আরব আমিরাত ও ওমানে প্রথমবার বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এবারের বিশ্বকাপে একক কোনো ফেবারিট না থাকলেও ভারতকেই এগিয়ে রাখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।
তবে ব্যাপারটা একেবারেই অবাক লাগছে মাইকেল ভনের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বুঝতেই পারছেন না, বিশ্বকাপে ভারত কীভাবে ফেবারিট হয়! তিনি বরং নিজ উত্তরসূরি এউইন মরগান-জনি বেয়ারস্টোদেরই এগিয়ে রাখছেন। সঙ্গে পাকিস্তান ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হুমকি মনে করছেন।
সুযোগ পেলেই ভারতকে কথার ঝাঁজে কড়া বার্তা দেন ভন। প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির দল ইংল্যান্ডকে উড়িয়ে দিলেও তাতে ‘থোড়াই কেয়ার’ ৪৬ বছর বয়সী সাবেক টপ অর্ডার ব্যাটারের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ভন বলেছেন, ‘কেউ আমাকে বোঝান চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত কীভাবে ফেবারিটের তকমা পায়। আমি মনে করি, এই বিশ্বকাপে আমরাই (ইংল্যান্ড) ফেবারিট। বাকি দলগুলোর জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বড় হুমকি হতে পারে। পাকিস্তানকে নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
কোহলি-বুমরাদের পিছিয়ে রাখলেও তাঁদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভন, ‘ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে কোনো এক দল বিশ্বকাপ জিতবে। তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়ারও উপায় নেই। নিউজিল্যান্ড দলে ভালো কিছু ক্রিকেটার আছে। ওরা ম্যাচ জয়ের চিন্তা নিয়ে মাঠে নামে। আমি অস্ট্রেলিয়াকে খুব ওপরে রাখছি না। টি-টোয়েন্টিতে ওরা অনেক সংগ্রাম করে। শুধুই ম্যাক্সওয়েলই ব্যতিক্রম। টুর্নামেন্টটি তার জন্য ভালো যেতে পারে। এরপরও অস্ট্রেলিয়া বেশি দূর এগোতে পারবে না।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভাগ্যের দরকার আছে বলেও এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলা ভন, ‘টি-টোয়েন্টিতে কী হবে, সেটা আগে থেকে বলা যায় না। এখানে ভাগ্যের দরকার আছে। ওয়ানডে ম্যাচে সাধারণত সেরা দলই জয় পায়। কিন্তু টি-টোয়েন্টিতে মাত্র একজন ক্রিকেটার ব্যাট কিংবা বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাগ্যের সহায়তা অনেক বড় বিষয়। দলের তারকাদের ছন্দে থাকাও জরুরি।’
মরুর দেশ আরব আমিরাত ও ওমানে প্রথমবার বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এবারের বিশ্বকাপে একক কোনো ফেবারিট না থাকলেও ভারতকেই এগিয়ে রাখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।
তবে ব্যাপারটা একেবারেই অবাক লাগছে মাইকেল ভনের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বুঝতেই পারছেন না, বিশ্বকাপে ভারত কীভাবে ফেবারিট হয়! তিনি বরং নিজ উত্তরসূরি এউইন মরগান-জনি বেয়ারস্টোদেরই এগিয়ে রাখছেন। সঙ্গে পাকিস্তান ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হুমকি মনে করছেন।
সুযোগ পেলেই ভারতকে কথার ঝাঁজে কড়া বার্তা দেন ভন। প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির দল ইংল্যান্ডকে উড়িয়ে দিলেও তাতে ‘থোড়াই কেয়ার’ ৪৬ বছর বয়সী সাবেক টপ অর্ডার ব্যাটারের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ভন বলেছেন, ‘কেউ আমাকে বোঝান চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত কীভাবে ফেবারিটের তকমা পায়। আমি মনে করি, এই বিশ্বকাপে আমরাই (ইংল্যান্ড) ফেবারিট। বাকি দলগুলোর জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বড় হুমকি হতে পারে। পাকিস্তানকে নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
কোহলি-বুমরাদের পিছিয়ে রাখলেও তাঁদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভন, ‘ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে কোনো এক দল বিশ্বকাপ জিতবে। তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়ারও উপায় নেই। নিউজিল্যান্ড দলে ভালো কিছু ক্রিকেটার আছে। ওরা ম্যাচ জয়ের চিন্তা নিয়ে মাঠে নামে। আমি অস্ট্রেলিয়াকে খুব ওপরে রাখছি না। টি-টোয়েন্টিতে ওরা অনেক সংগ্রাম করে। শুধুই ম্যাক্সওয়েলই ব্যতিক্রম। টুর্নামেন্টটি তার জন্য ভালো যেতে পারে। এরপরও অস্ট্রেলিয়া বেশি দূর এগোতে পারবে না।’
টি-টোয়েন্টিতে ভালো করতে ভাগ্যের দরকার আছে বলেও এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলা ভন, ‘টি-টোয়েন্টিতে কী হবে, সেটা আগে থেকে বলা যায় না। এখানে ভাগ্যের দরকার আছে। ওয়ানডে ম্যাচে সাধারণত সেরা দলই জয় পায়। কিন্তু টি-টোয়েন্টিতে মাত্র একজন ক্রিকেটার ব্যাট কিংবা বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাগ্যের সহায়তা অনেক বড় বিষয়। দলের তারকাদের ছন্দে থাকাও জরুরি।’
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৪৩ মিনিট আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে