Ajker Patrika

ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন সাকিব, নেই শরীফুল-মোসাদ্দেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন সাকিব, নেই শরীফুল-মোসাদ্দেক

আগামী মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। অনুমিতভাবে দলে ফিরেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলেননি এই অলরাউন্ডার।

সাকিবের সঙ্গে দলে ফিরেছেন মিডলঅর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। অস্ট্রেলিয়া বিশ্বকাপ দিয়ে চোট কাটিয়ে ফিরেছিলেন রাব্বি। তবে বিশ্বকাপ অবশ্য ভালো যায়নি তাঁর। জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডে খেলা পেসার ইবাদত হোসেন জায়গা ধরে রেখেছেন। এ তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। 

আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সফর। দুই দিন বিরতি দিয়ে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

বাংলাদেশ ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত