প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। কিউইদের ফাইনালে ওঠার নায়ক ডেরিল মিচেল। দুর্দান্ত এক ইনিংসে প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। মিচেলের অপরাজিত ৪৭ বলে ৭২ রানের ইনিংসেই ইংলিশ বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা।
২০১৯ বিশ্বকাপে গাপটিল আর নিশামের শেষ ওভারের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছেন মিচেল! লর্ডসে সেদিন সুপার ওভারে ইংলিশদের সমান রান নিয়েও বাউন্ডারি সংখ্যায় হারের বেদনা নিয়ে ফিরেছিলেন গাপটিল-নিশামরা। আজ যেন সেই ম্যাচের মধুর প্রতিশোধটাই নিল কিউইরা। আবুধাবিতে কিউইদের জয়ের নায়ক মিচেল।
ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন মিচেল। শেষ চার ওভারে ৫৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। জিমি নিশামের ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসের পর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মিচেল। এক ওভার হাতে রেখে কিউইদের জয় নিশ্চিত করেন এই ওপেনার।
দলকে জিতিয়ে উচ্ছ্বসিত মিচেল ম্যাচ শেষে জানান, ‘দলের জয়ে কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল। ডেভন কনওয়ে মাঝে দারুণ ব্যাট করেছে। নিশও (নিশাম) দলকে সহায়তা করেছে।’ ইনিংসের শুরুতে গাপটিল আর কেন উইলিয়ামসনের বিদায়ের পর জয়ের কাজটা কঠিন ছিল নিউজিল্যান্ডের জন্য। কঠিন কাজটাই করেছেন মিচেল। এটা উদ্দীপনার খেলা। জানতাম, আমাদের একটা-দুটো বড় ওভার দরকার। নিশাম প্রথম বল থেকেই মেরে খেলছিল।’
আজ মাঠে বসেই ছেলের খেলা দেখেছেন মিচেলের বাবা। ব্যাপারটা দারুণ ছিল জানিয়ে মিচেল বলেছেন, ‘বিশ্বজুড়ে যা চলেছে (করোনা), এর মধ্যেও বাবা পৃথিবীর অর্ধেকটা পাড়ি দিয়ে আমার খেলা দেখতে এসেছেন। তাঁকে খুশি দেখতে পারা দারুণ ব্যাপার।’
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। কিউইদের ফাইনালে ওঠার নায়ক ডেরিল মিচেল। দুর্দান্ত এক ইনিংসে প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। মিচেলের অপরাজিত ৪৭ বলে ৭২ রানের ইনিংসেই ইংলিশ বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কিউইরা।
২০১৯ বিশ্বকাপে গাপটিল আর নিশামের শেষ ওভারের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছেন মিচেল! লর্ডসে সেদিন সুপার ওভারে ইংলিশদের সমান রান নিয়েও বাউন্ডারি সংখ্যায় হারের বেদনা নিয়ে ফিরেছিলেন গাপটিল-নিশামরা। আজ যেন সেই ম্যাচের মধুর প্রতিশোধটাই নিল কিউইরা। আবুধাবিতে কিউইদের জয়ের নায়ক মিচেল।
ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন মিচেল। শেষ চার ওভারে ৫৭ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। জিমি নিশামের ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসের পর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মিচেল। এক ওভার হাতে রেখে কিউইদের জয় নিশ্চিত করেন এই ওপেনার।
দলকে জিতিয়ে উচ্ছ্বসিত মিচেল ম্যাচ শেষে জানান, ‘দলের জয়ে কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল। ডেভন কনওয়ে মাঝে দারুণ ব্যাট করেছে। নিশও (নিশাম) দলকে সহায়তা করেছে।’ ইনিংসের শুরুতে গাপটিল আর কেন উইলিয়ামসনের বিদায়ের পর জয়ের কাজটা কঠিন ছিল নিউজিল্যান্ডের জন্য। কঠিন কাজটাই করেছেন মিচেল। এটা উদ্দীপনার খেলা। জানতাম, আমাদের একটা-দুটো বড় ওভার দরকার। নিশাম প্রথম বল থেকেই মেরে খেলছিল।’
আজ মাঠে বসেই ছেলের খেলা দেখেছেন মিচেলের বাবা। ব্যাপারটা দারুণ ছিল জানিয়ে মিচেল বলেছেন, ‘বিশ্বজুড়ে যা চলেছে (করোনা), এর মধ্যেও বাবা পৃথিবীর অর্ধেকটা পাড়ি দিয়ে আমার খেলা দেখতে এসেছেন। তাঁকে খুশি দেখতে পারা দারুণ ব্যাপার।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে