Ajker Patrika

কামিন্সকে ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক ভাবছেন পন্টিং

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১: ২৫
কামিন্সকে ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক ভাবছেন পন্টিং

ফর্মহীনতার কারণে ওয়ানডে থেকে অ্যারন ফিঞ্চ অবসরে যাওয়ায় অস্ট্রেলিয়া এই সংস্করণে হয়ে পড়েছে নেতৃত্বশূন্য। কে হবেন অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক, তা নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। তবে এই সংস্করণে প্যাট কামিন্সকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবছেন রিকি পন্টিং।

আইসিসি রিভিউতে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘সত্যি বলতে আমি মনে করি, প্যাট কামিন্স হবে (অধিনায়ক)। আমি জানি সে বিশেষ কারণে সব ওয়ানডে খেলে না। কারণ গত কয়েক বছরে অন্যান্য ফাস্ট বোলারের মতো টেস্টে তার ওয়ার্ক লোড অনেক বেড়েছে। আমি জানি যে তারা কামিন্স, (জশ) হ্যাজলউড ও (মিচেল) স্টার্কদের শতভাগ ফিট রাখার ব্যাপারে খুবই সচেতন। কিন্তু আমি অবাক হব যদি প্যাট কামিন্স না হয় (অধিনায়ক)।’

২০১৮ কেপটাউন টেস্টে স্যান্ড পেপার (শিরীষ কাগজ) কেলেঙ্কারির প্রসঙ্গেও কথা বলেছেন পন্টিং। যেখানে ক্যামেরুন ব্যানক্রফ্টের সঙ্গে জড়িত ছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার । তখন স্মিথ  ছিলেন অধিনায়ক। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘স্মিথের সঙ্গে যা হয়েছে, আমি তার ভিত্তিতেই বলছি। সে এখন আবার টেস্টের সহ-অধিনায়ক। অধিনায়ক হিসেবে কেপটাউন বিতর্কের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সে। যার অর্থ হচ্ছে, যদি প্যাট কামিন্স কোনো কারণে টেস্ট ম্যাচ মিস করে, তখন টেস্টে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক হবে স্মিথ। এ ক্ষেত্রে সব ঠিক আছে। যত দূর আমি জানি, ডেভিড ওয়ার্নারের নামও আলোচনায় রয়েছে।’

ওয়ানডেতে ১৪৬টি ম্যাচ খেলেছেন ফিঞ্চ। ৩৮.৮৯ গড়ে করেছেন ৫৪০৬ রান। ১৭ সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ৩০টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত