Ajker Patrika

মেয়েদের ক্রিকেটে প্রথম ৩০০ রান তাড়া করে জিতল শ্রীলঙ্কা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৫: ৩৩
মেয়েদের ক্রিকেটে প্রথম ৩০০ রান তাড়া করে জিতল শ্রীলঙ্কা

ছেলেদের ক্রিকেটে প্রথমবার ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপে নিউ প্লাইমাউথে জিম্বাবুয়ের দেওয়া ৩১৩ রান তাড়া করে জিতেছিল লঙ্কানরা। এরপর তো ক্রিকেটে রান তাড়ার অনেক মহাকাব্যিক ইনিংসের জন্ম হয়েছে।

মেয়েদের ওয়ানডেতেও প্রথমবার ৩০০ বা তার বেশি রান তাড়ার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। লঙ্কানরা এই রেকর্ড গড়ল আজ পচেফস্ট্রুমে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অধিনায়ক চামারি আতাপাত্তুর অনবদ্য সেঞ্চুরিতে ৩০২ রানের লক্ষ্য তাড়া করে ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। সঙ্গে তিন ম্যাচের সিরিজ শেষ করল  ১-১ ব্যবধানে।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক লরা লরা উলভার্টের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০১ রানের সংগ্রহ পায় প্রোটিয়া মেয়েরা। দারুণ শুরু পাওয়া দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওপেনিং জুটি ভাঙে ১১৬ রানে। ৩১ রানে ফেরেন লারা গুডল। এরপরই চাপে পড়ে যায় তারা। এরপর ১২৪ রানে হারায় আরও দুই উইকেট। আতাপাত্তুর করা ইনিংসের ২৪তম ওভারের প্রথম বলে ডেলমি টাকার (১) ফেরেন রানআউট হয়ে। পরের বলে সুনে লুস (০) পড়েন এলবিডব্লুর ফাঁদে।

সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলের সংগ্রহটা তিনশ পার করে দেন উলভার্ট। প্রোটিয়া ওপেনার ১৪৭ বলে করেন অপরাজিত ১৮৪ রান। ইনিংসে ২৩ চারের পাশাপাশি ৪টি ছয় মেরেছেন তিনি। তাঁকে সঙ্গে দিতে নেমে কার্যকরী ইনিংস খেলেন মারিজান ক্যাপ (৩৬) ও নাদিন ডি ক্লার্ক (৩৫)।

লক্ষ্য তাড়া করতে নেমে উলভার্টকে উচিত জবাব দেন আতাপাত্তু। দারুণ শুরু পায় শ্রীলঙ্কাও। ওপেনিং জুটিতে করে ৯০ রান। সেই জুটি ভাঙে ভিষ্মি গুনারত্নের (২৬) বিদায়ে। এরপর প্রোটিয়াদের মতন অবস্থা হয় লঙ্কানদেরও। ১২৬ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে আতাপাত্তুকে থামাতে পারেনি প্রোটিয়া বোলাররা। পঞ্চম উইকেটে নিলাকশিখা সিলভার (৫০) সঙ্গে ১৪৬ বলে অপরাজিত ১৪৯ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে অবিস্মরণীয় জয় এনে দেন তিনি। ৪ উইকেটে করে ৩০৫ রান। ১৩৯ বলে অপরাজিত ১৯৫ রান করেন আতাপাত্তু। ইনিংসে ছিল ২৬ চার ও ৫ ছয়। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত