ক্রীড়া ডেস্ক
২০২০ সালের ডিসেম্বরেই ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাডিলেড ওভালে। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে বড় ধাক্কা খেল স্বাগতিকেরা। চোটে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড।
চার বছর আগে হেইজেলউডের তোপেরমুখেই দ্বিতীয় ইনিংসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ৩ মেডেন ও মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। ভারতের ১১ ব্যাটারদের ইনিংস মিলে হয়েছিল ১১ ডিজিটের মোবাইল নম্বর। অর্থাৎ কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সেই হেইজেলউড এবার অ্যাডিলেডে মোকাবিলা করতে হচ্ছে ভারতের। সফরকারীদের জন্য সুখবর হলেও অজিদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। পার্থে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে সমতায় ফিরতে মরিয়া তারা। তার আগে দলের সেরা পেসার হেইজেলউডকে না পাওয়া বড় ধাক্কাই। পার্থ টেস্টের প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন হেইজেলউড।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হেইজেলউড। চোট তিনি কখন কীভাবে পেয়েছেন, তা জানানো হয়নি। অ্যাডিলেডে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী পেসার। দুর্ভাবনা তো আছে মিচেল মার্শকে নিয়েও।
হেইজেলউডের বদলি হিসেবে একসঙ্গে দুজন পেসারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেটকে। দুজনই আগে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। তবে অভিষেক হয়নি কারও। এবারও তাঁদের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই। সব ঠিক থাকলে একাদশে হেইজেলউডের জায়গা দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। আগে থেকেই বিকল্প পেসার হিসেবে দলে আছেন তিনি। অ্যাডিলেডে আগামী শুরু হবে দিবা-রাত্রি টেস্ট।
২০২০ সালের ডিসেম্বরেই ভারত ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাডিলেড ওভালে। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড টেস্ট শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। তার আগে বড় ধাক্কা খেল স্বাগতিকেরা। চোটে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হেইজেলউড।
চার বছর আগে হেইজেলউডের তোপেরমুখেই দ্বিতীয় ইনিংসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ৩ মেডেন ও মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। ভারতের ১১ ব্যাটারদের ইনিংস মিলে হয়েছিল ১১ ডিজিটের মোবাইল নম্বর। অর্থাৎ কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সেই হেইজেলউড এবার অ্যাডিলেডে মোকাবিলা করতে হচ্ছে ভারতের। সফরকারীদের জন্য সুখবর হলেও অজিদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। পার্থে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে সমতায় ফিরতে মরিয়া তারা। তার আগে দলের সেরা পেসার হেইজেলউডকে না পাওয়া বড় ধাক্কাই। পার্থ টেস্টের প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন হেইজেলউড।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হেইজেলউড। চোট তিনি কখন কীভাবে পেয়েছেন, তা জানানো হয়নি। অ্যাডিলেডে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী পেসার। দুর্ভাবনা তো আছে মিচেল মার্শকে নিয়েও।
হেইজেলউডের বদলি হিসেবে একসঙ্গে দুজন পেসারকে দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেটকে। দুজনই আগে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। তবে অভিষেক হয়নি কারও। এবারও তাঁদের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকছেই। সব ঠিক থাকলে একাদশে হেইজেলউডের জায়গা দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। আগে থেকেই বিকল্প পেসার হিসেবে দলে আছেন তিনি। অ্যাডিলেডে আগামী শুরু হবে দিবা-রাত্রি টেস্ট।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে