পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে মারাত্মক ‘যুদ্ধ’ বেঁধে গেছে। যুদ্ধের কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এমন ঝামেলাপূর্ণ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ধুইয়ে দিলেন নাজাম শেঠি।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ সূচি ফাঁস হয়েছে কয়েক মাস আগে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা টুর্নামেন্টটি। ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে আইসিসি সেটা বাতিল করে। আইসিসি এটা করার কারণ নিরাপত্তা সংক্রান্ত ঝামেলায় পাকিস্তান সফর করবে না ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু সংক্রান্ত জটিলতার ব্যাপারে আইসিসি একরকম নীরব। টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হবে নাকি পাকিস্তান থেকেই টুর্নামেন্ট সরে যাবে, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির ওপর তোপ দেগেছেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি আর আইসিসি নেই। আইসিসি এখন বিসিসিআই হয়ে গেছে। কারণ জয় শাহ আইসিসির চেয়ারম্যান হচ্ছেন।’
এ বছরের আগস্টে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআই সচিবের ক্রিকেটের অভিভাবক সংস্থায় নতুন দায়িত্ব শুরু হচ্ছে ১ ডিসেম্বর। ভারত থেকেই যখন কেউ আইসিসির প্রধান হচ্ছেন, তখন বিসিসিআইয়ের বিপক্ষে আইসিসির কোনো কিছু বলার সাহস নেই বলে মনে করেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি খুবই দুর্বল। তারা কখনো বিসিসিআইয়ের বিরুদ্ধে যাবে না। কারণ বিসিসিআইয়ের রাজস্বের ওপর আইসিসি নির্ভর করে।’
ভারতীয় দল যে পাকিস্তান সফর করবে না, সেটা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। পিসিবিও তো কম যায় না। ভারত কেন আসবে না, সেটা জানতে চেয়ে পিসিবিও চিঠি দিয়েছে আইসিসিকে। এমনকি পাকিস্তান টুর্নামেন্ট বর্জনেরও হুমকি দিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এই ধরনের ঝামেলা মোটেও পছন্দ নয় শেঠির,‘আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বিতর্ক ভিত্তিহীন। আলাপ-আলোচনা হওয়া উচিত ভারত-পাকিস্তানের সরকারের মধ্যে। ভারতীয় সরকারের থেকে অনুমতি পেলেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসবে।’
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়মিতই সফর করছে পাকিস্তান। তবে ২০০৮ এশিয়া কাপের পর থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে আসছে না ভারত। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও কী করে বাদ যায়! তবে এত বিতর্কিত পরিস্থিতির মধ্যেও আইসিসি পরশু পাকিস্তানকে আয়োজক ধরেই প্রচারণামূলক ভিডিও ছেড়েছে। পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি সরে গেলে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকাতেও টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে জলঘোলা করার জ্বলন্ত উদাহরণ ২০২৩ এশিয়া কাপ। গত বছর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে টুর্নামেন্ট। বিরাট কোহলি-রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছেন শ্রীলঙ্কায়। পাকিস্তানও তখন ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়েছিল। যদিও ভারতের মাঠে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হতে পারে বলে গুঞ্জন চলছে। এমনকি পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায় হতে পারে আইসিসির ইভেন্টটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে মারাত্মক ‘যুদ্ধ’ বেঁধে গেছে। যুদ্ধের কারণ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এমন ঝামেলাপূর্ণ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ধুইয়ে দিলেন নাজাম শেঠি।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ সূচি ফাঁস হয়েছে কয়েক মাস আগে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা টুর্নামেন্টটি। ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে আইসিসি সেটা বাতিল করে। আইসিসি এটা করার কারণ নিরাপত্তা সংক্রান্ত ঝামেলায় পাকিস্তান সফর করবে না ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু সংক্রান্ত জটিলতার ব্যাপারে আইসিসি একরকম নীরব। টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হবে নাকি পাকিস্তান থেকেই টুর্নামেন্ট সরে যাবে, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির ওপর তোপ দেগেছেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি আর আইসিসি নেই। আইসিসি এখন বিসিসিআই হয়ে গেছে। কারণ জয় শাহ আইসিসির চেয়ারম্যান হচ্ছেন।’
এ বছরের আগস্টে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআই সচিবের ক্রিকেটের অভিভাবক সংস্থায় নতুন দায়িত্ব শুরু হচ্ছে ১ ডিসেম্বর। ভারত থেকেই যখন কেউ আইসিসির প্রধান হচ্ছেন, তখন বিসিসিআইয়ের বিপক্ষে আইসিসির কোনো কিছু বলার সাহস নেই বলে মনে করেন শেঠি। পিসিবির সাবেক সভাপতি বলেন, ‘আইসিসি খুবই দুর্বল। তারা কখনো বিসিসিআইয়ের বিরুদ্ধে যাবে না। কারণ বিসিসিআইয়ের রাজস্বের ওপর আইসিসি নির্ভর করে।’
ভারতীয় দল যে পাকিস্তান সফর করবে না, সেটা আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। পিসিবিও তো কম যায় না। ভারত কেন আসবে না, সেটা জানতে চেয়ে পিসিবিও চিঠি দিয়েছে আইসিসিকে। এমনকি পাকিস্তান টুর্নামেন্ট বর্জনেরও হুমকি দিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এই ধরনের ঝামেলা মোটেও পছন্দ নয় শেঠির,‘আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে বিতর্ক ভিত্তিহীন। আলাপ-আলোচনা হওয়া উচিত ভারত-পাকিস্তানের সরকারের মধ্যে। ভারতীয় সরকারের থেকে অনুমতি পেলেই ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসবে।’
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়মিতই সফর করছে পাকিস্তান। তবে ২০০৮ এশিয়া কাপের পর থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে আসছে না ভারত। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও কী করে বাদ যায়! তবে এত বিতর্কিত পরিস্থিতির মধ্যেও আইসিসি পরশু পাকিস্তানকে আয়োজক ধরেই প্রচারণামূলক ভিডিও ছেড়েছে। পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফি পুরোপুরি সরে গেলে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকাতেও টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে জলঘোলা করার জ্বলন্ত উদাহরণ ২০২৩ এশিয়া কাপ। গত বছর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করতে হয়েছে টুর্নামেন্ট। বিরাট কোহলি-রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছেন শ্রীলঙ্কায়। পাকিস্তানও তখন ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়েছিল। যদিও ভারতের মাঠে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হতে পারে বলে গুঞ্জন চলছে। এমনকি পুরো টুর্নামেন্টই পাকিস্তান থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকায় হতে পারে আইসিসির ইভেন্টটি।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর বাংলাদেশ ‘এ’ দল চার দিনের একটি ম্যাচ খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৬ সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে নির্বাচকদের পরিকল্পনা হলো, চার দিনের ম্যাচে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেওয়া।
৪ মিনিট আগেআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১৪ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৬ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৭ ঘণ্টা আগে