টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত বছর নভেম্বরে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। দেখতে দেখতে দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে নামা ইংল্যান্ডের কাছে টুর্নামেন্টের জন্য বাকি নেই ৬ মাস সময়ও। সেই বিশ্বকাপেই কাইরন পোলার্ডকে কোচিং স্টাফে নেওয়ার চিন্তা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে জুনে শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পোলার্ডকে পরামর্শক কোচ হিসেবে নেওয়ার চিন্তা করছে ইসিবি। এক বিবৃতিতে দ্য টেলিগ্রাফ বলেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে পোলার্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ত্রিনিদাদের এই ব্যক্তি (পোলার্ড) পিচের মূল্যায়ন করতে সাহায্য করবেন। ৪ জুন শুরু হবে বিশ্বকাপ। মাইক হাসির মতোই ভূমিকায় থাকবেন পোলার্ড। ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফে ছিলেন হাসি।’ প্রতিবেদনে জানা গেছে, ত্রিনিদাদে হোটেলে পোলার্ডকে দেখা গেছে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ত্রিনিদাদে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড।
মেলবোর্নে গত বছরের ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করেন বেন স্টোকস। বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়টা অবশ্য ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। এই সংস্করণে ১২ ম্যাচ খেলে ইংল্যান্ড জিতেছে ৪ ম্যাচ, হেরেছে ৮ ম্যাচ।বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল। আর সদ্য সমাপ্ত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত বছর নভেম্বরে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। দেখতে দেখতে দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে নামা ইংল্যান্ডের কাছে টুর্নামেন্টের জন্য বাকি নেই ৬ মাস সময়ও। সেই বিশ্বকাপেই কাইরন পোলার্ডকে কোচিং স্টাফে নেওয়ার চিন্তা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে জুনে শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পোলার্ডকে পরামর্শক কোচ হিসেবে নেওয়ার চিন্তা করছে ইসিবি। এক বিবৃতিতে দ্য টেলিগ্রাফ বলেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে পোলার্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ত্রিনিদাদের এই ব্যক্তি (পোলার্ড) পিচের মূল্যায়ন করতে সাহায্য করবেন। ৪ জুন শুরু হবে বিশ্বকাপ। মাইক হাসির মতোই ভূমিকায় থাকবেন পোলার্ড। ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফে ছিলেন হাসি।’ প্রতিবেদনে জানা গেছে, ত্রিনিদাদে হোটেলে পোলার্ডকে দেখা গেছে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ত্রিনিদাদে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড।
মেলবোর্নে গত বছরের ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করেন বেন স্টোকস। বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়টা অবশ্য ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। এই সংস্করণে ১২ ম্যাচ খেলে ইংল্যান্ড জিতেছে ৪ ম্যাচ, হেরেছে ৮ ম্যাচ।বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল। আর সদ্য সমাপ্ত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে