প্রায় ১ যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত রেকর্ডই তো গড়েছেন বিরাট কোহলি। এবার গড়লেন এক বিচিত্র রেকর্ড। গতরাতে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ার পর এই ‘লজ্জার’রেকর্ড গড়েছেন কোহলি। এই নিয়ে শেষ ১০০ ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি সাবেক ভারতীয় অধিনায়ক। এই খারাপ সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।
জাতীয় দলে কোহলির সঙ্গে দীর্ঘদিন কাজ করা সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন কোহলির বিশ্রাম দরকার। শাস্ত্রীয় মতে, কোহলির মাথা কাজ করছে না। এভাবে তাঁকে খেলালে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হবে বলে দাবি করেছেন শাস্ত্রী, ‘কোচ হিসেবে দলের ক্রিকেটারদের ভালো-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনো ক্রিকেটারকে জোর করে কিছু করানো হয় তা হলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়ে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত। কোহলির দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার সেটা কোহলি।’
জাতীয় দলের জার্সি গায়ে কোহলি বড় করতে পারছেন অনেক দিন। আইপিএলেও খুঁজে পাচ্ছেন না ছন্দ। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে করেছেন ১১৯ করেন। গড় বিশেরও নিচে। কোহলির এই ছন্দহীনতার পেছনে জৈব সুরক্ষাবলয়ে টানা খেলার বিষয়টিকে কারণ হিসেবে দেখছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। এখনো জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এভাবে হবে না। কোহলির মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেললে ওর খেলা আরও খারাপ হবে।’
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষ বার সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর ১৭টি টেস্ট, ২১ওয়ানডে, ২৫ টি-টোয়েন্টি ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। এই সময়ে অবশ্য বেশ কিছু ফিফটি পেয়েছেন কোহলি।
প্রায় ১ যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত রেকর্ডই তো গড়েছেন বিরাট কোহলি। এবার গড়লেন এক বিচিত্র রেকর্ড। গতরাতে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ার পর এই ‘লজ্জার’রেকর্ড গড়েছেন কোহলি। এই নিয়ে শেষ ১০০ ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি সাবেক ভারতীয় অধিনায়ক। এই খারাপ সময়ে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী।
জাতীয় দলে কোহলির সঙ্গে দীর্ঘদিন কাজ করা সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী মনে করেন কোহলির বিশ্রাম দরকার। শাস্ত্রীয় মতে, কোহলির মাথা কাজ করছে না। এভাবে তাঁকে খেলালে ভারতীয় ক্রিকেটেরই ক্ষতি হবে বলে দাবি করেছেন শাস্ত্রী, ‘কোচ হিসেবে দলের ক্রিকেটারদের ভালো-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনো ক্রিকেটারকে জোর করে কিছু করানো হয় তা হলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়ে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত। কোহলির দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার সেটা কোহলি।’
জাতীয় দলের জার্সি গায়ে কোহলি বড় করতে পারছেন অনেক দিন। আইপিএলেও খুঁজে পাচ্ছেন না ছন্দ। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে করেছেন ১১৯ করেন। গড় বিশেরও নিচে। কোহলির এই ছন্দহীনতার পেছনে জৈব সুরক্ষাবলয়ে টানা খেলার বিষয়টিকে কারণ হিসেবে দেখছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘জৈব সুরক্ষাবলয়ে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। এখনো জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এভাবে হবে না। কোহলির মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেললে ওর খেলা আরও খারাপ হবে।’
২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষ বার সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর ১৭টি টেস্ট, ২১ওয়ানডে, ২৫ টি-টোয়েন্টি ও ৩৭টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু একবারও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। এই সময়ে অবশ্য বেশ কিছু ফিফটি পেয়েছেন কোহলি।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩৭ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে