Ajker Patrika

যে ছকে প্রোটিয়া বধ, খোলাসা করলেন স্বর্ণা

যে ছকে প্রোটিয়া বধ, খোলাসা করলেন স্বর্ণা

বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন স্বর্ণা আক্তার। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েরা পেয়েছে প্রথম জয়। প্রোটিয়া মেয়েদের বিপক্ষে প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টিতে পাওয়া জয়টিতে বড় ভূমিকা স্বর্ণার। এই লেগস্পিনারই চাপের মুখে বাংলাদেশকে ম্যাচে ফেরান।

লক্ষ্য তাড়া করতে নামা প্রোটিয়াদের ইনিংসের ১৮তম ওভার করতে এসে নেন দুই উইকেট। ইনিংসের শেষ ওভারেও করেন জোড়া শিকার। তার আগে এনে দিয়েছিলেন আরেকটি ব্রেকথ্রু। ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়ে স্বর্ণাই ম্যাচসেরা। গতকাল বেনোনিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৩ রানের জয়ে বাংলাদেশও এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

এমন ম্যাচ জেতানো দুর্দান্ত বোলিং করার ব্যাপারে কী পরিকল্পনা ছিল সেটি জানিয়েছেন স্বর্ণা। এক ভিডিও বার্তায় বলেছেন, ‘বাইরের দেশে এসে আমরা প্রথম ম্যাচ খুব ভালো...মানে আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল বিধায় আমরা ভালো করতে পেরেছি। আমার পরিকল্পনা ছিল উইকেট টু উইকেট ডট বল করা আর কীভাবে খেলাটাকে বের করা যায়।’

আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে স্বর্ণার প্রায় ৩০ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে এই বাংলাদেশি তারকা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘পরবতীর পরিকল্পনা থাকবে, যেহেতু আমি অলরাউন্ডার, ব্যাটিংয়ের সুযোগ পাইনি তবে বোলার হিসেবে আমার ভূমিকা পালন করতে পারছি আজকে (গতকাল), এটা নিয়ে আলহামদুলিল্লাহ। সামনে যদি সুযোগ পাই আরও ভালো কিছু করব ইনশাল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত