বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া। আর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল দল ওয়েস্ট উইন্ডিজকে হারিয়ে নামিবিয়ার চেয়েও বড় অঘটনের জন্ম দিল স্কটল্যান্ড। ক্যারিবিয়ানদের ৪২ রানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল স্কটল্যান্ড। সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো উইন্ডিজকে হারাল তারা।
১৬১ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু এনে দিতে পারেননি ইনিংস উদ্বোধনী করতে নামা দুই বাঁ হাতি ব্যাটার কাইল মায়ারস ও এভিন লুইস। নিজের ও দলীয় ২০ রানের সময় প্রথম ব্যাটার হিসেবে আউট হন মায়ারস। তিনে নামা ব্র্যান্ডন কিংকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে দলের রান বাড়ানোর চেষ্টা করেন আরেক ওপেনার লুইস। তবে ব্যক্তিগত ১৪ রানে তাঁকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার ব্র্যাড হুইল। এ সময় উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটের বিনিময়ে ৫৩ রান। লুইসের আউটের পরেই নিয়মিত একের পর এক উইকেট হারাতে থাকে উইন্ডিজ। এক প্রান্ত আগলে রেখে শুধু দলের পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছেন হোল্ডার। দলের সর্বোচ্চ ৩৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১১৮ রানে অলআউট করে ৪২ রানের জয় পেয়েছে স্কটল্যান্ড। ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে স্কটিশদের সেরা বোলার মার্ক ওয়াট। আর ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ৬৬ রান করা জর্জ মানসি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলেন দলটির দুই ওপেনার মানসি ও মাইকেল জোনস। তবে পাওয়ার প্লের মাঝেই বৃষ্টি আসায় তাঁদের খেলায় ছন্দপতন ঘটে। ২০ রান করা জোনসকে আউট করে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জেসন হোল্ডার। বৃষ্টি যেন সৌভাগ্য হয়ে আসে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট উইন্ডিজের কাছে।
এরপর দ্রুত আরও দুই উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে চাপে রাখেন ক্যারিবিয়ান বোলাররা। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন মানসি। এত সফলও হন এই ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন মিডল অর্ডারের দুই ব্যাটার কালাম ম্যাকলেয়ড ও ক্রিস গ্রিভস। তাঁদের সঙ্গে ছোট ছোট দুটি জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে স্কটল্যান্ড। ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন দলের সর্বোচ্চ স্কোরার মানসি। ২ উইকেট করে নেন হোল্ডার ও আলজেরি জোসেফ।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া। আর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল দল ওয়েস্ট উইন্ডিজকে হারিয়ে নামিবিয়ার চেয়েও বড় অঘটনের জন্ম দিল স্কটল্যান্ড। ক্যারিবিয়ানদের ৪২ রানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল স্কটল্যান্ড। সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো উইন্ডিজকে হারাল তারা।
১৬১ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু এনে দিতে পারেননি ইনিংস উদ্বোধনী করতে নামা দুই বাঁ হাতি ব্যাটার কাইল মায়ারস ও এভিন লুইস। নিজের ও দলীয় ২০ রানের সময় প্রথম ব্যাটার হিসেবে আউট হন মায়ারস। তিনে নামা ব্র্যান্ডন কিংকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে দলের রান বাড়ানোর চেষ্টা করেন আরেক ওপেনার লুইস। তবে ব্যক্তিগত ১৪ রানে তাঁকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার ব্র্যাড হুইল। এ সময় উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটের বিনিময়ে ৫৩ রান। লুইসের আউটের পরেই নিয়মিত একের পর এক উইকেট হারাতে থাকে উইন্ডিজ। এক প্রান্ত আগলে রেখে শুধু দলের পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছেন হোল্ডার। দলের সর্বোচ্চ ৩৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১১৮ রানে অলআউট করে ৪২ রানের জয় পেয়েছে স্কটল্যান্ড। ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে স্কটিশদের সেরা বোলার মার্ক ওয়াট। আর ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ৬৬ রান করা জর্জ মানসি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলেন দলটির দুই ওপেনার মানসি ও মাইকেল জোনস। তবে পাওয়ার প্লের মাঝেই বৃষ্টি আসায় তাঁদের খেলায় ছন্দপতন ঘটে। ২০ রান করা জোনসকে আউট করে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জেসন হোল্ডার। বৃষ্টি যেন সৌভাগ্য হয়ে আসে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট উইন্ডিজের কাছে।
এরপর দ্রুত আরও দুই উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে চাপে রাখেন ক্যারিবিয়ান বোলাররা। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন মানসি। এত সফলও হন এই ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন মিডল অর্ডারের দুই ব্যাটার কালাম ম্যাকলেয়ড ও ক্রিস গ্রিভস। তাঁদের সঙ্গে ছোট ছোট দুটি জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে স্কটল্যান্ড। ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন দলের সর্বোচ্চ স্কোরার মানসি। ২ উইকেট করে নেন হোল্ডার ও আলজেরি জোসেফ।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১১ ঘণ্টা আগে