Ajker Patrika

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২৩: ৪৫
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত

এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয় পায় ভারত।

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। দলীয় সপ্তম ওভারেই দলের রান ৫০ পার করায় তাঁরা। এরপর কিউই বোলারদের শাসন করে জয়ের ভিত গড়ে দেন এই দুই ওপেনার। ৪০ বলে ফিফটি পূরণ করেন রাহুল। ১২তম ওভারে দলের রান এক শ পার করান তাঁরা। দলকে ভালো অবস্থানে রেখে ফেরেন রাহুল। ফেরার আগে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এরপর ৫৫ রান করা রোহিতকে নিজের দ্বিতীয় শিকার বানান টিম সাউদি। একই ওভারে সূর্যকুমার যাদবকেও ফেরান সাউদি। এরপর আর কোনো উইকেট না হারিয়ে জয় পেয়ে যায় ভারত। 

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই আসে ৪৮ রান। ১৫ বলে ৩১ রান করা মার্টিন গাপটিলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন দীপক চাহার। এরপর হাল ধরে দলকে এগিয়ে নেন ডেরিল মিচেল ও মার্ক চ্যাপমান। দলীয় ৭৯ রানে চ্যাপমানের (১৭) বিদায়ে ভাঙে এ জুটি। দলীয় ৯০ রানে মিচেলকে ফেরান হার্শাল প্যাটেল। তাঁর ব্যাট থেকে আসে ৩১ রান।

এরপর মন্থর হয়ে আসে কিউইদের রানের চাকা। ১২৫ রানে আউট হন টিম সেইফার্ট (১৩)। শেষ দিকে গ্লেন ফিলিপসের ২১ বলে ৩৪ রানে দেড় শ ছাড়ানোর পুঁজি পায় সফরকারীরা। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন হার্শাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত