এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বেশ কয়েক মাস ধরে ঝামেলা চলছিল। এখন অবশ্য তা আর নেই। একটা পর্যায় তো শোনা যাচ্ছিল পাকিস্তান থেকে অন্যত্র হতে পারে টুর্নামেন্ট। শেষ পর্যন্ত বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলে’ এশিয়া কাপ আয়োজনে দুই দল সম্মত হয়।
যেখানে নিজেদের কাছ থেকে আয়োজক স্বত্বই হারিয়ে যাচ্ছিল, সেখানে বিকল্প পথে টুর্নামেন্ট আয়োজন করাটা পাকিস্তানের জন্য নিশ্চয়ই স্বস্তির খবর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হতে যাওয়া জাকা আশরাফ এমন সিদ্ধান্তে খুশি হননি। তিনি জানিয়েছেন, হাইব্রিড মডেলের পক্ষে নন তিনি।
গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হাইব্রিড মডেল নিয়ে এমনটিই জানিয়েছেন আশরাফ। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে এশিয়া কাপের হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছি। কারণ এর সঙ্গে একমত নই। পাকিস্তানের প্রতি অবিচার হয়েছে। পাকিস্তানের বাইরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো করা ঠিক হয়নি। আয়োজক হওয়ায় ঘরের মাটিতেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা উচিত।’
দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আশরাফ। তিনি বলেছেন, ‘জানি না আগের ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে এসংক্রান্ত তথ্যের কোনো প্রবেশাধিকারও নেই। দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করব, পাকিস্তানের জন্য কম সময়ে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার।’
সেপ্টেম্বরে শুরু হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানের কাছে আয়োজক স্বত্ব থাকলেও হাইব্রিড মডেলে অধিকাংশ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ১৬তম সংস্করণের মোট ১৩ ম্যাচের ৯টিই হবে দ্বীপ রাষ্ট্রটিতে। আর বাকি ৪ ম্যাচের সব কটি হবে পাকিস্তানের লাহোরে।
পিসিবির কুর্সিতে বসার আগেই বিরোধিতা করে বসলেন আশরাফ। সামনে না জানি আরও কত কিছুতে সমালোচনা করবেন সাবেক নাজাম শেঠির নেতৃত্বাধীন কমিটির। এটা অবশ্য নতুন নয়। পিসিবির চেয়ারে যাঁরাই আসেন তাঁরাই আগের মেয়াদের কমিটির সমালোচনা করেন। রমিজ রাজার যেমন সমালোচনা করেছিলেন সদ্য মেয়াদ শেষ হওয়া শেঠিও।
এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বেশ কয়েক মাস ধরে ঝামেলা চলছিল। এখন অবশ্য তা আর নেই। একটা পর্যায় তো শোনা যাচ্ছিল পাকিস্তান থেকে অন্যত্র হতে পারে টুর্নামেন্ট। শেষ পর্যন্ত বিকল্প পথ হিসেবে ‘হাইব্রিড মডেলে’ এশিয়া কাপ আয়োজনে দুই দল সম্মত হয়।
যেখানে নিজেদের কাছ থেকে আয়োজক স্বত্বই হারিয়ে যাচ্ছিল, সেখানে বিকল্প পথে টুর্নামেন্ট আয়োজন করাটা পাকিস্তানের জন্য নিশ্চয়ই স্বস্তির খবর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হতে যাওয়া জাকা আশরাফ এমন সিদ্ধান্তে খুশি হননি। তিনি জানিয়েছেন, হাইব্রিড মডেলের পক্ষে নন তিনি।
গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হাইব্রিড মডেল নিয়ে এমনটিই জানিয়েছেন আশরাফ। তিনি বলেছেন, ‘ইতিমধ্যে এশিয়া কাপের হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছি। কারণ এর সঙ্গে একমত নই। পাকিস্তানের প্রতি অবিচার হয়েছে। পাকিস্তানের বাইরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো করা ঠিক হয়নি। আয়োজক হওয়ায় ঘরের মাটিতেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা উচিত।’
দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আশরাফ। তিনি বলেছেন, ‘জানি না আগের ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে এসংক্রান্ত তথ্যের কোনো প্রবেশাধিকারও নেই। দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করব, পাকিস্তানের জন্য কম সময়ে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার।’
সেপ্টেম্বরে শুরু হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানের কাছে আয়োজক স্বত্ব থাকলেও হাইব্রিড মডেলে অধিকাংশ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ১৬তম সংস্করণের মোট ১৩ ম্যাচের ৯টিই হবে দ্বীপ রাষ্ট্রটিতে। আর বাকি ৪ ম্যাচের সব কটি হবে পাকিস্তানের লাহোরে।
পিসিবির কুর্সিতে বসার আগেই বিরোধিতা করে বসলেন আশরাফ। সামনে না জানি আরও কত কিছুতে সমালোচনা করবেন সাবেক নাজাম শেঠির নেতৃত্বাধীন কমিটির। এটা অবশ্য নতুন নয়। পিসিবির চেয়ারে যাঁরাই আসেন তাঁরাই আগের মেয়াদের কমিটির সমালোচনা করেন। রমিজ রাজার যেমন সমালোচনা করেছিলেন সদ্য মেয়াদ শেষ হওয়া শেঠিও।
শ্রীলঙ্কা সবশেষ ওয়ানডে খেলেছে এ বছরের ৮ জুলাই বাংলাদেশের বিপক্ষে। লঙ্কান স্পিনার মাহিশ তিকশানারও এটা শেষ ওয়ানডে। দেড় মাস এই সংস্করণে কোনো ম্যাচ না খেললেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তিকশানার। সিংহাসন নিয়ে এখন তিকশানার লড়াই চলছে কেশব মহারাজের সঙ্গে।
৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম দেখায় নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষের জালে চার গোলই দিয়েছে বাংলাদেশ। তবে এক গোল হজমও করেছে প্রীতি-অর্পিতারা। ফিরতি দেখায় আজ ৪-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েদের দল।
৮ ঘণ্টা আগেথিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে ২৪ আগস্ট নেপালকে হারিয়েই নারী অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফেরে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে। একই মাঠে আজ তিন দিন পর বাংলাদেশ খেলছে একই প্রতিপক্ষের বিপক্ষে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেসামাজিকমাধ্যমে অবসর নেওয়া ইদানীংকালে একটা ‘ট্রেন্ড’ হয়ে দাঁড়িয়েছে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, বিরাট কোহলি, রোহিত শর্মারা এভাবেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্করণে অবসরের ঘোষণা দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনও বাদ থাকবেন কেন? ভারতের তারকা স্পিনারও এই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়েছেন।
১০ ঘণ্টা আগে