Ajker Patrika

ভারত সফরে পাকিস্তানি খেলোয়াড়দের চোখে চোখে রাখতে পাঠানো হয়েছিল স্ত্রীদেরও

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৮: ৩৭
ভারত সফরে পাকিস্তানি খেলোয়াড়দের চোখে চোখে রাখতে পাঠানো হয়েছিল স্ত্রীদেরও

পাকিস্তান ক্রিকেট মানেই যেন অনিশ্চয়তা আর অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘনঘটা! সবশেষ ভারত সফরে তাই পাকিস্তানি খেলোয়াড়দের চোখে-চোখে রাখতে তাদের স্ত্রীদেরও পাঠানো হয়েছিল। এমনটিই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ।

আশরাফের দাবি, খেলোয়াড়রা যাতে কোনো বিতর্কে জড়িয়ে না পড়েন, সে জন্যই স্ত্রীদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০১২-১৩ সালে শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল। সেই সফর নিয়ে সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যমে মুখ খুলেছেন আশরাফ। সে সময়ের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমার আমলে যখন ভারত সফরে গিয়েছিল  দল, তখন সব খেলোয়াড়দের সঙ্গে স্ত্রীদের যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। যাতে কোনো বিতর্ক তৈরি না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম তো সারাক্ষণ বিতর্কের খোঁজে থাকে। খেলোয়াড়দের ওপর নজর রাখতে তাই সেই সফরে তাদের স্ত্রীদেরও সঙ্গে পাঠানো হয়েছিল।’

ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করে আশরাফ বলেন, ‘প্রত্যেকে বিষয়টি ভালোভাবেই নিয়েছিল এবং ভারতে গিয়েছিল। সবাই শৃঙ্খলা মেনে চলেছিল। যখনই ভারত সফরে যেত পাকিস্তান, তখনই ওদের দেশ (সংবাদমাধ্যম) আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করত এবং আমাদের খেলোয়াড় ও দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করত। তাই সেটা এড়িয়ে চলা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত