Ajker Patrika

ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের রাজত্ব 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ০৬
ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও ইংল্যান্ডের রাজত্ব 

ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ‘প্রতিপক্ষ’ হিসেবে খেলছে বৃষ্টিও। দুই দিনই ওয়েলিংটনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে আধিপত্য দেখিয়ে খেলছে ইংল্যান্ড। ২৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। 

৩ উইকেটে ৩১৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের খেলা শুরুর তৃতীয় ওভারেই উইকেট হারায় ইংলিশরা। কট অ্যান্ড বোল্ড করে হ্যারি ব্রুককে তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত করেন ম্যাট হেনরি। ১৭৬ বলে ১৮৬ রান করেন ব্রুক। তাতে তৃতীয় উইকেটে ব্রুক ও জো রুটের ৩০২ রানের জুটি ভেঙে যায়। এরপর উইকেটে আসেন বেন স্টোকস। চতুর্থ উইকেটে রুটের সঙ্গে ৪৩ বলে ৩৯ রানের জুটি গড়েন স্টোকস। ২৮ বলে ২৭ রান করে ইংলিশ অধিনায়ক আউট হন নিল ওয়াগনারের বলে। স্টোকসের পর উইকেটে এসে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন বেন ফোকস। স্টোকস ও ফোকস দুই ব্যাটার দ্রুত আউট হলে ইংলিশদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৬৩ রান।

সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন রুট। টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ১৫০ পেরিয়েছেন ইংলিশ এই ব্যাটার। ৮ উইকেটে ৪৩৫ রানে ইংলিশরা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। ২২৪ বলে ১৫৩ রান করে অপরাজিত থাকেন রুট। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হেনরি।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড ধুঁকতে থাকে শুরু থেকেই। ইনিংসের প্রথম ওভারে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় কিউইরা। ওভারের পঞ্চম বলে জেমস অ্যান্ডারসনের শিকার হয়েছেন ডেভন কনওয়ে। রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরে যান নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। কনওয়ের পর কেন উইলিয়ামসনের উইকেট নেন অ্যান্ডারসন। কনওয়ের মতো উইলিয়ামসনও ইংলিশ উইকেটরক্ষক বেন ফোকসের তালুবন্দী হয়েছেন। ৫ বলে ৪ রান করেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।

এরপর যখন তৃতীয় উইকেটে টম লাথাম-উইল ইয়ংয়ের জুটি থিতু হতে চেষ্টা করে, আবারও আঘাত হানেন অ্যান্ডারসন। কনওয়ে, উইলিয়ামসন, ইয়ং—তিন ব্যাটারই ফোকসের তালুবন্দী হয়েছেন। নিউজিল্যান্ডের স্কোর তখন ৩ উইকেটে ২১ রান। 

 ২১ রানে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের যখন বিপর্যস্ত অবস্থা, তখন চতুর্থ উইকেট জুটিতে সাময়িক প্রতিরোধ গড়েন হেনরি নিকোলস ও টম লাথাম। ৩৯ রানের জুটি গড়েন নিকোলস ও লাথাম। ৩৫ রান করা লাথামকে ফিরিয়ে জুটি ভাঙেন লিচ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৩৮ রানে দিনের খেলা শেষ করে। টম ব্লান্ডেল ২৫ ও টিম সাউদি ২৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। অ্যান্ডারসন ও লিচ নিয়েছেন ৩টি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত