নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
ওয়ানডে সংস্করণে ৩ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ দল। সিলেট টেস্ট দিয়ে টেস্ট অধিনায়কত্বেরও অভিষেক হয়ে গেল তাঁর। তবে ক্রিকেটের অভিজাত সংস্করণে শান্তর নেতৃত্বের শুরুটা হলো রাজকীয়।
টেস্টে শান্তর অধিনায়কত্বের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। তাঁর নেতৃত্বে সিলেটে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা। কিউইদের বিপক্ষে দেশের মাঠে বাংলাদেশের এটি আবার প্রথম টেস্ট জেতা। ম্যাচে কৌশল, বোলিং পরিবর্তন, রিভিউ সবকিছুতে শান্ত হয়েছেন প্রশংসিত। ব্যাটিংয়ের পাশাপাশি দলের জয়ে তাঁর চৌকস সিদ্ধান্তগুলোর অবদানও ছিল অনেক।
কিউইদের হারিয়ে বেশ উচ্ছ্বসিত শান্ত। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে বললেন, ‘ভালো লাগছে। খুবই খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি, প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এ রকম জয়, খুবই আনন্দিত।’
দলের জয়ে দলের সব খেলোয়াড়কে কৃতিত্ব দিয়েছেন শান্ত। তাঁকে খুব বেশি মোটিভেট করতে হয়নি সতীর্থদের। সবাই যাঁর যাঁর জায়গা থেকে নিংড়ে দিয়েছেন নিজেদের। শান্ত বললেন, ‘আমি খুবই পরিষ্কার ছিলাম। আমি কাউকে মোটিভেট করার জন্য বলিনি। কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল তা না, প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছিল। আমি যখন দেখেছি প্রত্যেক খেলোয়াড় ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে যে আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমরা তখনই করেছি।’
৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে সিরিজ জিততে ওই ম্যাচেও পাঁচ দিন লড়তে হবে বললেন শান্ত, ‘আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং আক্রমণ, ব্যাটিংয়ে যে শক্তির জায়গা আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটা আলাদা আলাদা করে যেমন শক্তি আছে, আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব। যদিও একটা ম্যাচ বাকি। অর্ধেক কাজ হয়েছে। এমন না যে পরের ম্যাচ যাব আর জিতে যাব। এ রকম হবে না। আবার ওই পাঁচ দিন কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করব, যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’
ওয়ানডে সংস্করণে ৩ ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ দল। সিলেট টেস্ট দিয়ে টেস্ট অধিনায়কত্বেরও অভিষেক হয়ে গেল তাঁর। তবে ক্রিকেটের অভিজাত সংস্করণে শান্তর নেতৃত্বের শুরুটা হলো রাজকীয়।
টেস্টে শান্তর অধিনায়কত্বের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। তাঁর নেতৃত্বে সিলেটে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা। কিউইদের বিপক্ষে দেশের মাঠে বাংলাদেশের এটি আবার প্রথম টেস্ট জেতা। ম্যাচে কৌশল, বোলিং পরিবর্তন, রিভিউ সবকিছুতে শান্ত হয়েছেন প্রশংসিত। ব্যাটিংয়ের পাশাপাশি দলের জয়ে তাঁর চৌকস সিদ্ধান্তগুলোর অবদানও ছিল অনেক।
কিউইদের হারিয়ে বেশ উচ্ছ্বসিত শান্ত। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে বললেন, ‘ভালো লাগছে। খুবই খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি, প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এ রকম জয়, খুবই আনন্দিত।’
দলের জয়ে দলের সব খেলোয়াড়কে কৃতিত্ব দিয়েছেন শান্ত। তাঁকে খুব বেশি মোটিভেট করতে হয়নি সতীর্থদের। সবাই যাঁর যাঁর জায়গা থেকে নিংড়ে দিয়েছেন নিজেদের। শান্ত বললেন, ‘আমি খুবই পরিষ্কার ছিলাম। আমি কাউকে মোটিভেট করার জন্য বলিনি। কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল তা না, প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছিল। আমি যখন দেখেছি প্রত্যেক খেলোয়াড় ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে যে আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমরা তখনই করেছি।’
৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে সিরিজ জিততে ওই ম্যাচেও পাঁচ দিন লড়তে হবে বললেন শান্ত, ‘আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং আক্রমণ, ব্যাটিংয়ে যে শক্তির জায়গা আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটা আলাদা আলাদা করে যেমন শক্তি আছে, আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব। যদিও একটা ম্যাচ বাকি। অর্ধেক কাজ হয়েছে। এমন না যে পরের ম্যাচ যাব আর জিতে যাব। এ রকম হবে না। আবার ওই পাঁচ দিন কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করব, যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে