Ajker Patrika

ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৫: ১২
ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ

থিতু হওয়ার পর ইনিংস বড় করতে না পারা টেস্ট ক্রিকেটে একপ্রকার ‘ক্রাইমের’ পর্যায়েই পড়ে। ঢাকার টেস্টের প্রথম দিন এই অপরাধে অপরাধী আউট হওয়া বাংলাদেশের পাঁচ ব্যাটারই। দ্বিতীয় সেশনেও ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে দ্বিতীয় সেশনের ব্যাটিংয়ে নামবে তারা।

শুরুটা সাকিব আল হাসানকে দিয়ে। ২ উইকেটে ৮২ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের পর উমেশ যাদবের প্রথম বলেই হেলদোল এক শট খেলতে গিয়ে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেন সাকিব। ৩৯ বল খেলা সাকিব উইকেটে তখন থিতু, আউট হন ১৬ রানে। 

এরপর মুশফিকুর রহিম ও লিটন দাস একই পথে হেঁটেছেন। সাকিবের বিদায়ের পর মুমিনুল হককে নিয়ে দলকে দারুণ এগিয়ে নিচ্ছিলেন মুশফিক। রবিচন্দ্রণ অশ্বিনের এক ওভারে টানা ৩টি চারও মেরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। দুজনের ৪৮ রানের জুটিতে ব্যাকফুটেই ছিল ভারত। মুশফিকের ৪৬ বলে ২৬ রানের ইনিংসটা যখন পুষ্পিত হওয়ার অপেক্ষায়, তখনই জয়দেব উনাদকাটের বল খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৫ চারের ইনিংসটি শেষ হয় তাতে। 

দ্বিতীয় সেশনে বাংলাদেশের শেষ হতাশার নাম লিটন দাস। উইকেটে এসেই চালিয়ে খেলছিলেন। মুমিনুলের সঙ্গে জুটিতে বেশ তরতরিয়েই রান বাড়ছিল। ৪৭ বল স্থায়ী জুটিতে রান যখন ৪২, অশ্বিনের স্টাম্পে থাকা বলে ফ্লিক করে শর্ট মিডউইকেটে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন লিটন। ১ ছক্কা ও ২ চারে ২৬ বলে ২৫ রানের ইনিংসের অপমৃত্যু ঘটে তাতে। 

মাঝে ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল। লম্বা সময় ধরে রানের দেখা পাচ্ছিলেন না। চট্টগ্রাম টেস্টে তাই একাদশে সুযোগও মেলেনি। সেই মুমিনুলের ব্যাটেই এখন আশা দেখছে বাংলাদেশ। ৬৫ রান নিয়ে চা-বিরতিতে গেছেন। তাঁর সঙ্গে শেষ সেশনের ব্যাটিং শুরু করবেন মেহেদী হাসান মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত