অনলাইন ডেস্ক
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে।
লিগ পর্বের শেষ দিনে গতকাল ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। আর রাতের ম্যাচে শীর্ষ দল ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং কিংস। তাতে প্রথম কোয়ালিফায়ারে সেই বরিশালেরই মুখোমুখি হবে চিটাগং।
গতকাল দিনের প্রথম ম্যাচটি মেহেদী হাসান মিরাজদের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। যে লড়াই রানতাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিরাজ; ৫৫ বলে খেলেছেন হার না মানা ৭৪ রানের ইনিংস। ম্যাচ শেষে দলের কোচ তালহা জুবায়ের মুখে তৃপ্তির হাসি এনে বললেন, ‘আমরা বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরেছিলাম, মোমেন্টাম খুঁজছিলাম। আমরা সে মোমেন্টাম পেয়েছি, আর সেটা নকআউট আবহে। তাই আমাদের প্লে-অফে নতুন কোনো চ্যালেঞ্জ নেই। শেষ দুই ম্যাচে আমরা সেই আবহে ক্রিকেট খেলেছি।’
টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া ঢাকার শেষ ম্যাচটি গতকাল মাঠে থেকে দেখেছেন দলের কর্ণধার, চলচ্চিত্র তারকা শাকিব খান। দলের হারের পরও ক্লাবের জার্সি বিতরণ করেন দর্শকদের মধ্যে। শাকিবের উপস্থিতিতে প্রথমে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস ৯ উইকেটে ১২৩ রান তোলে। লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে জয় নিশ্চিত করেই তবে মাঠ ছাড়েন মিরাজ। তাঁর অপরাজিত ইনিংসটিতে রয়েছে ৫টি চার ও ৪টি ছয়। ১৪ রানে নাঈম (০) ও আফিফকে (০) হারিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল খুলনা। দুজনকেই বিদায় করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর অ্যালেক্স রসের সঙ্গে ৪৩ বলে ৬৮ রান যোগ করেন মিরাজ। ২২ রান করে রস ফিরলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিরাজ।
রাতের ম্যাচে পারভেজ হোসেনের ৪১ বলে ৭৫ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২০৬ রান করে চিটাগং। জবাবে ডেভিড মালান ৩৪ বলে ৬৭ রানের ইনিংস খেললেও ৭ উইকেটে ১৮২ রানের বেশি তুলতে পারেনি।
প্লে-অফের লাইনআপ
৩ ফেব্রুয়ারি
এলিমিনেটর
রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স
বেলা ১টা ৩০ মিনিট
.................................
৩ ফেব্রুয়ারি
১ম কোয়ালিফায়ার
ফরচুন বরিশাল-চিটাগং কিংস
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
..............................
বিপিএলের পয়েন্ট টেবিলে সেরা চার
দল খেলা/জয়/হার পয়েন্ট নে.রা.নে.
ফরচুন বরিশাল ১২/৯/৩ ১৮ ১.৩০২
চিটাগং কিংস ১২/৮/৪ ১৬ ১.৩৯৫
রংপুর রাইডার্স ১২/৮/৪ ১৬ ০.৫৯৬
খুলনা টাইগার্স ১২/৬/৬ ১২ ০.১৮৪
.............................................................
পয়েন্ট ১২ হলেও ঋণাত্মক (-১.০৩০) রানরেট নিয়ে টেবিলের পাঁচে দুর্বার রাজশাহী।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে।
লিগ পর্বের শেষ দিনে গতকাল ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। আর রাতের ম্যাচে শীর্ষ দল ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং কিংস। তাতে প্রথম কোয়ালিফায়ারে সেই বরিশালেরই মুখোমুখি হবে চিটাগং।
গতকাল দিনের প্রথম ম্যাচটি মেহেদী হাসান মিরাজদের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। যে লড়াই রানতাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিরাজ; ৫৫ বলে খেলেছেন হার না মানা ৭৪ রানের ইনিংস। ম্যাচ শেষে দলের কোচ তালহা জুবায়ের মুখে তৃপ্তির হাসি এনে বললেন, ‘আমরা বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরেছিলাম, মোমেন্টাম খুঁজছিলাম। আমরা সে মোমেন্টাম পেয়েছি, আর সেটা নকআউট আবহে। তাই আমাদের প্লে-অফে নতুন কোনো চ্যালেঞ্জ নেই। শেষ দুই ম্যাচে আমরা সেই আবহে ক্রিকেট খেলেছি।’
টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া ঢাকার শেষ ম্যাচটি গতকাল মাঠে থেকে দেখেছেন দলের কর্ণধার, চলচ্চিত্র তারকা শাকিব খান। দলের হারের পরও ক্লাবের জার্সি বিতরণ করেন দর্শকদের মধ্যে। শাকিবের উপস্থিতিতে প্রথমে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস ৯ উইকেটে ১২৩ রান তোলে। লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে নেমে জয় নিশ্চিত করেই তবে মাঠ ছাড়েন মিরাজ। তাঁর অপরাজিত ইনিংসটিতে রয়েছে ৫টি চার ও ৪টি ছয়। ১৪ রানে নাঈম (০) ও আফিফকে (০) হারিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল খুলনা। দুজনকেই বিদায় করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর অ্যালেক্স রসের সঙ্গে ৪৩ বলে ৬৮ রান যোগ করেন মিরাজ। ২২ রান করে রস ফিরলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিরাজ।
রাতের ম্যাচে পারভেজ হোসেনের ৪১ বলে ৭৫ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২০৬ রান করে চিটাগং। জবাবে ডেভিড মালান ৩৪ বলে ৬৭ রানের ইনিংস খেললেও ৭ উইকেটে ১৮২ রানের বেশি তুলতে পারেনি।
প্লে-অফের লাইনআপ
৩ ফেব্রুয়ারি
এলিমিনেটর
রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স
বেলা ১টা ৩০ মিনিট
.................................
৩ ফেব্রুয়ারি
১ম কোয়ালিফায়ার
ফরচুন বরিশাল-চিটাগং কিংস
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
..............................
বিপিএলের পয়েন্ট টেবিলে সেরা চার
দল খেলা/জয়/হার পয়েন্ট নে.রা.নে.
ফরচুন বরিশাল ১২/৯/৩ ১৮ ১.৩০২
চিটাগং কিংস ১২/৮/৪ ১৬ ১.৩৯৫
রংপুর রাইডার্স ১২/৮/৪ ১৬ ০.৫৯৬
খুলনা টাইগার্স ১২/৬/৬ ১২ ০.১৮৪
.............................................................
পয়েন্ট ১২ হলেও ঋণাত্মক (-১.০৩০) রানরেট নিয়ে টেবিলের পাঁচে দুর্বার রাজশাহী।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে