কত রেকর্ডই না হয় ক্রিকেটে। সংখ্যার খেলা বলেই হয়তো রেকর্ডের সংখ্যাও বেশি। তেমনি এক রেকর্ড হয়েছে আজ সিডনি টেস্টে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আজকের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এমন রেকর্ড অবশ্য কোনো ব্যাটারই আশা করেন না।
কিন্তু কখনো কখনো এমন বিব্রতকর রেকর্ড না চাইলেও হয়ে যায়। আজ সেটাই হয়েছে আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সঙ্গে। শুরুটা হয়েছে শফিককে দিয়ে। সিডনি টেস্টের প্রথম ওভারে মিচেল স্টার্কের করা দ্বিতীয় বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া পেসারের বলটা এতটাই বাইরে ছিল যে উইকেটে আরও তিন স্ট্যাম্প যুক্ত করে ছেড়ে দিলেও আউট হতেন না পাকিস্তানি ওপেনার।
কিন্তু কী মনে করে যেন খোঁচা দিতে গেলেন শফিক। ২ বলে কোনো রান করে জীবন দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আরেক ওপেনার আইয়ুবও শূন্য রানে আউট হয়েছেন ২ বল খেলে। তাঁকে উইকেটের পেছনে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন জশ হ্যাজলউড। এতে করে আইয়ুবের জন্য অভিষেক ইনিংসটা দুঃস্বপ্ন হয়ে থাকল।
টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর পাকিস্তানের এটি প্রথম ঘটনা। সেবার পার্থ টেস্টে ‘ডাক’ মেরেছিলেন পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান।
কত রেকর্ডই না হয় ক্রিকেটে। সংখ্যার খেলা বলেই হয়তো রেকর্ডের সংখ্যাও বেশি। তেমনি এক রেকর্ড হয়েছে আজ সিডনি টেস্টে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসেই প্রথম।
টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে আজকের এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বছরের প্রথম টেস্টে দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছেন। এমন নজির ছিল না দীর্ঘতম সংস্করণে। আজ সেই ‘বিব্রতকর’ রেকর্ডটির শিকার হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার। এমন রেকর্ড অবশ্য কোনো ব্যাটারই আশা করেন না।
কিন্তু কখনো কখনো এমন বিব্রতকর রেকর্ড না চাইলেও হয়ে যায়। আজ সেটাই হয়েছে আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সঙ্গে। শুরুটা হয়েছে শফিককে দিয়ে। সিডনি টেস্টের প্রথম ওভারে মিচেল স্টার্কের করা দ্বিতীয় বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। অস্ট্রেলিয়া পেসারের বলটা এতটাই বাইরে ছিল যে উইকেটে আরও তিন স্ট্যাম্প যুক্ত করে ছেড়ে দিলেও আউট হতেন না পাকিস্তানি ওপেনার।
কিন্তু কী মনে করে যেন খোঁচা দিতে গেলেন শফিক। ২ বলে কোনো রান করে জীবন দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আরেক ওপেনার আইয়ুবও শূন্য রানে আউট হয়েছেন ২ বল খেলে। তাঁকে উইকেটের পেছনে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়েছেন জশ হ্যাজলউড। এতে করে আইয়ুবের জন্য অভিষেক ইনিংসটা দুঃস্বপ্ন হয়ে থাকল।
টেস্ট ইতিহাসে প্রথমবার হলেও অস্ট্রেলিয়ায় ১৯৮১ সালের পর পাকিস্তানের এটি প্রথম ঘটনা। সেবার পার্থ টেস্টে ‘ডাক’ মেরেছিলেন পাকিস্তানের দুই ওপেনর মুদাসসর নজর ও রিজওয়ান-উজ-জামান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে