Ajker Patrika

শান্তর পর মাহমুদউল্লাহকেও ফেরালেন খারোতে

ক্রীড়া ডেস্ক    
মাথা নিচু করে ফিরছেন শান্ত। ছবি: এসিবি
মাথা নিচু করে ফিরছেন শান্ত। ছবি: এসিবি

মারার প্রস্তুতিই নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। রানের সঙ্গে বলের ব্যবধান বেড়ে গিয়েছিল তাঁর। কিন্তু বাংলাদেশ অধিনায়ক হাত খুলতেই তুলে দিলেন ক্যাচ। স্পিনার নাঙ্গেলিয়া খারোতেকে উড়িয়ে মারতে উইকেট থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। কিন্তু বল ক্রস ব্যাট লেগে যায় বাউন্ডারিতে দাঁড়ানো মোহাম্মদ নবির হাতে।

১১৯ বলে ৬ চার ও ১ ছয়ে ৭৭ রান করে ফিরেছেন শান্ত। তাঁর প্রথম ৩০ রান আসে ৩৫ বলে। কিন্তু এরপরই উইকেটে টিকে থাকতে বল ব্যয় করেছেন। শান্ত ফেরার পরপরই খারাতের একই ওভারে বাউন্ডারিতে আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে বন্দী হন মাহমুদউল্লাহ রিয়াদ (৩)।

শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডতে টস জিতে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন অভিষিক্ত জাকের আলি অনিক (৩) ও নাসুম আহমেদ (২)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত