ক্রীড়া ডেস্ক
ক্রিকইনফো, ক্রিকবাজের স্কোরকার্ড স্ক্রল করলে দেখা যাবে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল খেলেছে শ্রীলঙ্কা-পাকিস্তান। কিন্তু এটা যে ম্যাচের পুরোটা বলছে না। কারণ, এই ম্যাচের সঙ্গে জড়িয়ে ছিল বাংলাদেশও। লঙ্কানদের কাছে পাকিস্তান হেরে গেলে বরং বেশি উপকৃত হতো বাংলাদেশ।
শ্রীলঙ্কার কাছে যদি গত রাতে পাকিস্তান হারত, তখন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা-তিন দলেরই সমান ২ পয়েন্ট হতো। পাকিস্তান থাকত ০ পয়েন্ট নিয়েই। এমনকি আবুধাবিতে লঙ্কানদের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল পাকিস্তানের। ১১.১ ওভারে ৫ উইকেটে ৮০ রানে পরিণত হয় সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু যে পাকিস্তানের নামের সঙ্গে জুড়ে গেছে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা, তাদের খেলায় নাটকীয়তা থাকবে না তো কোন দলের ম্যাচে থাকবে! ষষ্ঠ উইকেটে হুসেইন তালাত-মোহাম্মদ নাওয়াজের ৪১ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুই ওভার হাতে রেখে ৫ উইকেটে জেতে পাকিস্তান। সালমানের পাকিস্তান ১৮ ওভারে ৫ উইকেটে করেছে ১৩৮ রান।
পাকিস্তান জেতার কারণে বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে গেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান-তিন দলেরই পয়েন্ট ২। কিন্তু +০.৬৮৯ নেট রানরেট নিয়ে সবার ওপরে ভারত। দুই ও তিনে থাকা পাকিস্তান ও বাংলাদেশের নেট রানরেট +০.২২৬ ও +০.১২১। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দুবাইয়ে আজ খেলতে নামবে ভারতের বিপক্ষে। শুধু আজই নয়, লিটন-মোস্তাফিজুর রহমানদের মাঠে নামতে হবে আগামীকালও। দুবাইয়ে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আগামীকাল খেলবে পাকিস্তানের বিপক্ষে। এখন যদি আজ বাংলাদেশ হেরে যায়, তাহলে ভারত কাটবে ফাইনালের টিকিট। তখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হয়ে যাবে অলিখিত সেমিফাইনাল।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা অলিখিত সেমিফাইনাল হলে চাপে বেশি থাকবেন লিটন, মোস্তাফিজ, জাকের আলী অনিকরা। কারণ, টি-টোয়েন্টি ম্যাচ হলেও টানা ম্যাচ খেলার ধকল সামলানো কষ্ট হয়ে যাবে বাংলাদেশের জন্য। তা ছাড়া, কোণঠাসা অবস্থা থেকে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর অনেক উদাহরণ রয়েছে। বাংলাদেশ বরং চাপের মুহূর্তে ভেঙে পড়ে। ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের সবচেয়ে সহজ সমীকরণ হলো হাতে থাকা দুটি ম্যাচই এখন তাদের জিততে হবে। এমনটা হলে সমীকরণের মারপ্যাঁচে পড়বে ভারত-পাকিস্তান। তখন কাগজে-কলমে শ্রীলঙ্কারও আশা তৈরি হবে ফাইনাল খেলার।
১২ বল হাতে রেখে ৫ উইকেটে পাকিস্তান জিতলেও অস্বস্তি কাজ করছে অধিনায়ক সালমানের। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটাকে ভালো খেলা আপনি বলতে পারবেন না। আমরা ৩ ওভারে ৪ উইকেট হারিয়েছে। এটা হতে দেওয়া যাবে না। এই অংশটুকু বাদ দিলে ম্যাচটা দারুণ ছিল।’
সালমান নিজেও ছন্দে নেই এবারের এশিয়া কাপে। ১১.২৫ গড়ে করেছেন ৪৫ রান। ব্যাটিং করেছেন ৭৬.২৭ স্ট্রাইকরেট। টি-টোয়েন্টির কথা তো বাদ, বর্তমানে ওয়ানডেতেও এমন স্ট্রাইকরেটে কম ব্যাটারই খেলেন। উপরন্তু তাঁর অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। গতকালের কথাই ধরা যাক। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে তিনি রিভিউসহ ড্রেসিংরুমে চলে গেছেন।
ক্রিকইনফো, ক্রিকবাজের স্কোরকার্ড স্ক্রল করলে দেখা যাবে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল খেলেছে শ্রীলঙ্কা-পাকিস্তান। কিন্তু এটা যে ম্যাচের পুরোটা বলছে না। কারণ, এই ম্যাচের সঙ্গে জড়িয়ে ছিল বাংলাদেশও। লঙ্কানদের কাছে পাকিস্তান হেরে গেলে বরং বেশি উপকৃত হতো বাংলাদেশ।
শ্রীলঙ্কার কাছে যদি গত রাতে পাকিস্তান হারত, তখন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা-তিন দলেরই সমান ২ পয়েন্ট হতো। পাকিস্তান থাকত ০ পয়েন্ট নিয়েই। এমনকি আবুধাবিতে লঙ্কানদের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল পাকিস্তানের। ১১.১ ওভারে ৫ উইকেটে ৮০ রানে পরিণত হয় সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। কিন্তু যে পাকিস্তানের নামের সঙ্গে জুড়ে গেছে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা, তাদের খেলায় নাটকীয়তা থাকবে না তো কোন দলের ম্যাচে থাকবে! ষষ্ঠ উইকেটে হুসেইন তালাত-মোহাম্মদ নাওয়াজের ৪১ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দুই ওভার হাতে রেখে ৫ উইকেটে জেতে পাকিস্তান। সালমানের পাকিস্তান ১৮ ওভারে ৫ উইকেটে করেছে ১৩৮ রান।
পাকিস্তান জেতার কারণে বাংলাদেশ বেশ বেকায়দায় পড়ে গেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান-তিন দলেরই পয়েন্ট ২। কিন্তু +০.৬৮৯ নেট রানরেট নিয়ে সবার ওপরে ভারত। দুই ও তিনে থাকা পাকিস্তান ও বাংলাদেশের নেট রানরেট +০.২২৬ ও +০.১২১। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দুবাইয়ে আজ খেলতে নামবে ভারতের বিপক্ষে। শুধু আজই নয়, লিটন-মোস্তাফিজুর রহমানদের মাঠে নামতে হবে আগামীকালও। দুবাইয়ে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আগামীকাল খেলবে পাকিস্তানের বিপক্ষে। এখন যদি আজ বাংলাদেশ হেরে যায়, তাহলে ভারত কাটবে ফাইনালের টিকিট। তখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হয়ে যাবে অলিখিত সেমিফাইনাল।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা অলিখিত সেমিফাইনাল হলে চাপে বেশি থাকবেন লিটন, মোস্তাফিজ, জাকের আলী অনিকরা। কারণ, টি-টোয়েন্টি ম্যাচ হলেও টানা ম্যাচ খেলার ধকল সামলানো কষ্ট হয়ে যাবে বাংলাদেশের জন্য। তা ছাড়া, কোণঠাসা অবস্থা থেকে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর অনেক উদাহরণ রয়েছে। বাংলাদেশ বরং চাপের মুহূর্তে ভেঙে পড়ে। ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের সবচেয়ে সহজ সমীকরণ হলো হাতে থাকা দুটি ম্যাচই এখন তাদের জিততে হবে। এমনটা হলে সমীকরণের মারপ্যাঁচে পড়বে ভারত-পাকিস্তান। তখন কাগজে-কলমে শ্রীলঙ্কারও আশা তৈরি হবে ফাইনাল খেলার।
১২ বল হাতে রেখে ৫ উইকেটে পাকিস্তান জিতলেও অস্বস্তি কাজ করছে অধিনায়ক সালমানের। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটাকে ভালো খেলা আপনি বলতে পারবেন না। আমরা ৩ ওভারে ৪ উইকেট হারিয়েছে। এটা হতে দেওয়া যাবে না। এই অংশটুকু বাদ দিলে ম্যাচটা দারুণ ছিল।’
সালমান নিজেও ছন্দে নেই এবারের এশিয়া কাপে। ১১.২৫ গড়ে করেছেন ৪৫ রান। ব্যাটিং করেছেন ৭৬.২৭ স্ট্রাইকরেট। টি-টোয়েন্টির কথা তো বাদ, বর্তমানে ওয়ানডেতেও এমন স্ট্রাইকরেটে কম ব্যাটারই খেলেন। উপরন্তু তাঁর অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। গতকালের কথাই ধরা যাক। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে তিনি রিভিউসহ ড্রেসিংরুমে চলে গেছেন।
প্রথম ইনিংসে ভারতের করা ৫১৮ রানের জবাব দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৪৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে তারা। তাতেই আরও একবার ইনিংস হারের শঙ্কা উঁকি দিচ্ছিল সফরকারী শিবিরে কিন্তু জন ক্যাম্পবেল ও শাই হোপের ব্যাটিং দৃঢ়তায় ইনিংস হার এড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে ক্যারিবীয়রা।
২৫ মিনিট আগেদিল্লি টেস্টে চালকের আসনে ভারত। যশস্বী জয়ওয়াল ও শুবমান গিলের সেঞ্চুরিতে ৫১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তাদের হয়ে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। তাই মজার ছলেই এই ওপেনারকে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেছেন, আমাদের বোলারদের এতো খারাপভাবে পিটিয়ো না।
১ ঘণ্টা আগেলম্বা সময় ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জেতা হয় না ইংল্যান্ডের। এবার সেই খরা কাটানোর সুযোগ দেখছেন ইংলিশদের সাবেক তারকা পেসার ক্রিস একস। বর্তমান দলের প্রতি দৃঢ় বিশ্বাস আছে তাঁর।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরেরও বেশি সময় ধরে বাইরে সাকিব আল হাসান। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন তিনি। বর্তমানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার ।
৩ ঘণ্টা আগে