ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে স্বপ্নের মতো শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। তিন অঙ্কের ইনিংস খেলতে তিনি বেছে নিলেন বাংলাদেশকেই। সেন্ট কিটসে গত রাতে অসাধারণ এক সেঞ্চুরি করে সফরকারীদের নিয়ে রসিকতা করেছেন ক্যারিবীয় এই ব্যাটার।
ওয়ানডে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে জাঙ্গুর। সেন্ট কিটসে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫তম বলে প্রথম চার মেরেছেন। এই বাউন্ডারির পরই খোলস ছেড়ে বেরিয়েছেন জাঙ্গু। ৭৯ বলে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার। ৪৫তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেন ধ্রুবকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে।
৮৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাঙ্গু। ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাঁর হাতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঙ্গু বলেন, ‘এটা পরাবাস্তব ব্যাপার। অসাধারণ এক অনুভূতি। কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেয়েছি। এখনই এটায় ডুবে যাচ্ছি না। তবে দারুণ লাগছে। আমি তো অভিষেক ম্যাচে ডাক মারতে চাইনি।’
৩২২ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ১৪.১ ওভারে ৪ উইকেটে ৮৬ রান। এই পরিস্থিতিতে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন জাঙ্গু। পাহাড় সমান লক্ষ্য থাকলেও কিসি কার্টি আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন। তাঁকে দেখেই সাহস বেড়েছে জাঙ্গুর। পঞ্চম উইকেটে কার্টির সঙ্গে ১১৫ বলে ১৩২ রানের জুটি গড়তে অবদান রাখেন জাঙ্গু। প্রসঙ্গক্রমে কার্টির নাম উল্লেখ করেছেন জাঙ্গু, ‘সে (কার্টি) আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আমার কাজটা সহজ করে দিয়েছিল। সে আমাকে অভিষেক ম্যাচটা উপভোগ করতে বলেছিল। আমার মতে, উইকেটটা বেশ দারুণ ছিল।’
লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এর আগে কেবল এক সেঞ্চুরি ছিল জাঙ্গুর। সেন্ট কিটসে গত রাতে সংখ্যাটাকে নিয়ে গেছেন দুইয়ে। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ক্যারিয়ারে অনেকগুলো ৯০-এর ঘরে ইনিংস রয়েছে। বল দেখে তাই মারতে চেয়েছিলাম।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে স্বপ্নের মতো শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। তিন অঙ্কের ইনিংস খেলতে তিনি বেছে নিলেন বাংলাদেশকেই। সেন্ট কিটসে গত রাতে অসাধারণ এক সেঞ্চুরি করে সফরকারীদের নিয়ে রসিকতা করেছেন ক্যারিবীয় এই ব্যাটার।
ওয়ানডে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে জাঙ্গুর। সেন্ট কিটসে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫তম বলে প্রথম চার মেরেছেন। এই বাউন্ডারির পরই খোলস ছেড়ে বেরিয়েছেন জাঙ্গু। ৭৯ বলে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার। ৪৫তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেন ধ্রুবকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে।
৮৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাঙ্গু। ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাঁর হাতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঙ্গু বলেন, ‘এটা পরাবাস্তব ব্যাপার। অসাধারণ এক অনুভূতি। কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেয়েছি। এখনই এটায় ডুবে যাচ্ছি না। তবে দারুণ লাগছে। আমি তো অভিষেক ম্যাচে ডাক মারতে চাইনি।’
৩২২ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ১৪.১ ওভারে ৪ উইকেটে ৮৬ রান। এই পরিস্থিতিতে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন জাঙ্গু। পাহাড় সমান লক্ষ্য থাকলেও কিসি কার্টি আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন। তাঁকে দেখেই সাহস বেড়েছে জাঙ্গুর। পঞ্চম উইকেটে কার্টির সঙ্গে ১১৫ বলে ১৩২ রানের জুটি গড়তে অবদান রাখেন জাঙ্গু। প্রসঙ্গক্রমে কার্টির নাম উল্লেখ করেছেন জাঙ্গু, ‘সে (কার্টি) আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আমার কাজটা সহজ করে দিয়েছিল। সে আমাকে অভিষেক ম্যাচটা উপভোগ করতে বলেছিল। আমার মতে, উইকেটটা বেশ দারুণ ছিল।’
লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এর আগে কেবল এক সেঞ্চুরি ছিল জাঙ্গুর। সেন্ট কিটসে গত রাতে সংখ্যাটাকে নিয়ে গেছেন দুইয়ে। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ক্যারিয়ারে অনেকগুলো ৯০-এর ঘরে ইনিংস রয়েছে। বল দেখে তাই মারতে চেয়েছিলাম।’
আরও পড়ুন:
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৩৮ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে