Ajker Patrika

‘বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২৩, ১৮: ০৬
‘বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে’

ভারতে ২০২৩ বিশ্বকাপ ঘিরে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। পরিচিত কন্ডিশন, তারুণ্যে আর অভিজ্ঞ মিলে এই মুহূর্তে ওয়ানডেতে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। ওয়ানডে সুপার লিগও শেষ করেছে পয়েন্ট তালিকার তিনে থেকে। সব মিলিয়ে ভারতে সাকিব আল হাসান-তামিম ইকবালদের বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলকরত্নেও। 

মিরপুরে চলছে বাংলাদেশ নারী দলের বিশেষ স্পিন ক্যাম্প। আজ দ্বিতীয় দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিলকরত্নে। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশে কেমন সম্ভাবনা দেখছেন—প্রশ্নে তিনি বলেছেন, 'অবশ্যই! হ্যাঁ! আপনি যদি নামগুলো দেখেন, শিরোপার দাবিদার দলগুলোর মধ্যে একটি। পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতার জন্য তাদের দলে সব ধরনের উপকরণ আছে। তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং একসঙ্গে থেকে একে অপরকে সাহায্য করতে হবে। আমি নিশ্চিত, এই দলের বিশ্বকাপ জেতার সব উপকরণ আছে।’ 

শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য তিলকরত্নে। বাংলাদেশের বর্তমান দলটাকে অনেকটা সে রকম মনে হয় ৫৫ বছর বয়সী এই শ্রীলঙ্কানের, ‘ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে কেউ আশা করেনি আমরা জিতব। তবে যা-ই হোক, এখানে বিষয়টা হলো নির্দিষ্ট দিনে সেরা ক্রিকেটটা খেলা। আমি যেমনটা বললাম, এই দলটি (বাংলাদেশ) খুব ভালো। তরুণ ও অভিজ্ঞ মিলে ভালো দল। তারা যদি কন্ডিশন বুঝতে পেরে একসঙ্গে খেলতে পারে, (বিশ্বকাপ) জেতার ভালো সুযোগ রয়েছে।’ 

এ সময় নারীদের আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন তিলকরত্নে। সামনে ব্যস্ত সূচি মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা মাত্রই আমাদের অনুশীলন শুরু করেছি। কয়েকজনের ব্যক্তিগত সেশন চলছে। এ ছাড়া স্পিনারদের নিয়ে একটি ক্যাম্প করছেন স্পিন কোচ। ভারত সিরিজের ক্যাম্প শুরু করব ১ জুলাই। আমার মতে, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে একটি শক্তিশালী দল রয়েছে আমাদের। প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের সামনে ব্যস্ত সূচি রয়েছে। ভারত আসছে, এশিয়ান গেমস আছে, পাকিস্তান আসবে। এসব কঠিন চ্যালেঞ্জে প্রক্রিয়া ঠিক রেখে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, মেয়েদের ঠিকভাবে আগলে রাখলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত