Ajker Patrika

বাংলাদেশকে নিয়ে এখন চিন্তায় পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

দুই ম্যাচ হেরে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি থেকে বলতে গেলে ছিটকে গেছে। ‘এ’ গ্রুপের বাকি তিন দল বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ডের ওপর নির্ভর করছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তানের ভাগ্য। সেমিফাইনালে উঠতে হলে অনেক সমীকরণ রিজওয়ান-বাবর আজমদের পক্ষে আসতে হবে।

২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। তাদের নেট রানরেট ‍+ ০.৬৪৭। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের নেট রানরেট ‍+ ১.২০। তারা এক ম্যাচ খেলে সেটিতেই জিতে ২ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ২ ম্যাচ হারের পর পাকিস্তানের নেট রানরেট-১.০৮৭। তাদের পয়েন্ট তো শূন্য। আর রাওয়ালপিন্ডিতে আজ টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ খেলতে নামবে কিউইদের বিপক্ষে। নাজমুল হোসেন শান্তর দলের ম্যাচ রয়েছে পাকিস্তানের বিপক্ষেও। বাংলাদেশের নেট রানরেট এখন-০.৪০৮।

ভারত ৬ পয়েন্ট পেলে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ডের সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আজ কিউইদের হারালে বাংলাদেশ পাবে ২ পয়েন্ট। আর পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হবে ২। নিউজিল্যান্ডেরও ২ পয়েন্ট থাকবে। তখন চলে আসবে নেট রানরেটের হিসেব। দুবাইয়ে গতকাল ভারতের কাছে হারের পর রিজওয়ান বলেন, ‘পরের ম্যাচে আমরা দেখব নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কী করে, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড কী করে এবং আমরা কী করতে পারি। এটা অনেক দীর্ঘ এক যাত্রা। সৃষ্টিকর্তার ওপর আমাদের বিশ্বাস আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন আমাদের অন্যদের ওপর নির্ভর করতে হচ্ছে।’

নিউজিল্যান্ড, ভারত দুই দলের কাছেই বাজেভাবে হেরেছে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে কিউইরা। আর গতকাল ভারত ৪৫ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে। রিজওয়ানও পাকিস্তানের এমন ভরাডুবির দায় স্বীকার করেছেন। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘টুর্নামেন্টে আছি নাকি ছিটকে গেছি, সেটা নিয়ে মোটেও ভাবছি না। হ্যাঁ, নিউজিল্যান্ড আমাদের হারিয়েছে। ভারতও হারিয়েছে আমাদের। আমরা মেনে নিচ্ছি। আমরা ভালোও খেলতে পারি, খারাপও খেলতে পারি। সৃষ্টিকর্তা আমাদের একটা সুযোগ দিয়েছেন। এটা নিয়ে কিছু বলতে পারি না।’

শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ—পাকিস্তানের বোলিং লাইনআপে আছেন এই স্বীকৃত চার বোলার। সঙ্গে দুই স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলী আগা ও খুশদিল শাহ খেলেছেন। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে এমন বোলিং আক্রমণ যে পাকিস্তানের কাজে দেয়নি, সেটা তো বোঝাই গেছে। দুবাইয়ে গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়েছেন শোয়েব আখতার।

২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। দুটি দলেরই সেটা গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই রাওয়ালপিন্ডিতেই গত বছর পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছিল শান্তর নেতৃত্বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত