বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না—এমন অনিশ্চয়তা দূর করতে গতকাল একটি কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির প্রধান কাজ হবে ভারতে যাওয়ার পরিকল্পনা করা।
কিন্তু কমিটি গঠনের এক দিন পরেই জানা গেল, বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চায় পাকিস্তান। এমনটি জানিয়েছেন পাকিস্তানের খোদ ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমার অভিমত হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রণালয়ের অধীনে থাকায় ভারত যদি এশিয়া কাপের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি করে, তাহলে আমাদেরও একই দাবি থাকবে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে।’
নিজের এই মত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তুলে ধরার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মাজারি। সঙ্গে এমনটিও জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন। তিনি বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যাঁরা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণের সূচি গত ২৭ জুন চূড়ান্ত করা হয়েছে। কিন্তু পাকিস্তানের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা কাটাতেই কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে লিখিত চিঠি দেয় পিসিবি। তারই পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করেন শাহবাজ শরিফ।
৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও পাকিস্তানের ম্যাচ রয়েছে পরের দিন। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদেই। বিশ্বকাপের পাকিস্তানের গ্রুপ পর্বের ৯ ম্যাচ হবে ৫ ভেন্যুতে।
বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না—এমন অনিশ্চয়তা দূর করতে গতকাল একটি কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির প্রধান কাজ হবে ভারতে যাওয়ার পরিকল্পনা করা।
কিন্তু কমিটি গঠনের এক দিন পরেই জানা গেল, বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চায় পাকিস্তান। এমনটি জানিয়েছেন পাকিস্তানের খোদ ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমার অভিমত হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রণালয়ের অধীনে থাকায় ভারত যদি এশিয়া কাপের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি করে, তাহলে আমাদেরও একই দাবি থাকবে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে।’
নিজের এই মত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তুলে ধরার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মাজারি। সঙ্গে এমনটিও জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন। তিনি বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যাঁরা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণের সূচি গত ২৭ জুন চূড়ান্ত করা হয়েছে। কিন্তু পাকিস্তানের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা কাটাতেই কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে লিখিত চিঠি দেয় পিসিবি। তারই পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করেন শাহবাজ শরিফ।
৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও পাকিস্তানের ম্যাচ রয়েছে পরের দিন। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদেই। বিশ্বকাপের পাকিস্তানের গ্রুপ পর্বের ৯ ম্যাচ হবে ৫ ভেন্যুতে।
ভুটানে যেন বাংলাদেশি ফুটবলারদের মেলা বসেছে। গত কয়েক মাসে ১৫ ফুটবলার দেশটির লিগে নাম লিখিয়েছেন ধাপে ধাপে। এবার সেখানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগেযুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। চাহালের স্ত্রী ধনশ্রী যে তাতে হাঁপিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এটা নিয়ে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমটা মোহাম্মদ সালাহর জন্য কেটেছে স্বপ্নের মতো। একের পর এক গোল করেছেন। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন মিসরীয় ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ নারী সাফ শুরু হচ্ছে আজ। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-১৭ সাফের ম্যাচ টিভিতে দেখাবে না।
৩ ঘণ্টা আগে