বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না—এমন অনিশ্চয়তা দূর করতে গতকাল একটি কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির প্রধান কাজ হবে ভারতে যাওয়ার পরিকল্পনা করা।
কিন্তু কমিটি গঠনের এক দিন পরেই জানা গেল, বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চায় পাকিস্তান। এমনটি জানিয়েছেন পাকিস্তানের খোদ ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমার অভিমত হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রণালয়ের অধীনে থাকায় ভারত যদি এশিয়া কাপের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি করে, তাহলে আমাদেরও একই দাবি থাকবে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে।’
নিজের এই মত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তুলে ধরার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মাজারি। সঙ্গে এমনটিও জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন। তিনি বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যাঁরা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণের সূচি গত ২৭ জুন চূড়ান্ত করা হয়েছে। কিন্তু পাকিস্তানের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা কাটাতেই কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে লিখিত চিঠি দেয় পিসিবি। তারই পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করেন শাহবাজ শরিফ।
৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও পাকিস্তানের ম্যাচ রয়েছে পরের দিন। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদেই। বিশ্বকাপের পাকিস্তানের গ্রুপ পর্বের ৯ ম্যাচ হবে ৫ ভেন্যুতে।
বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না—এমন অনিশ্চয়তা দূর করতে গতকাল একটি কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করেছেন তিনি। এই কমিটির প্রধান কাজ হবে ভারতে যাওয়ার পরিকল্পনা করা।
কিন্তু কমিটি গঠনের এক দিন পরেই জানা গেল, বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চায় পাকিস্তান। এমনটি জানিয়েছেন পাকিস্তানের খোদ ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘আমার অভিমত হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রণালয়ের অধীনে থাকায় ভারত যদি এশিয়া কাপের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি করে, তাহলে আমাদেরও একই দাবি থাকবে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে।’
নিজের এই মত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তুলে ধরার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী মাজারি। সঙ্গে এমনটিও জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন। তিনি বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যাঁরা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণের সূচি গত ২৭ জুন চূড়ান্ত করা হয়েছে। কিন্তু পাকিস্তানের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা কাটাতেই কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে লিখিত চিঠি দেয় পিসিবি। তারই পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করেন শাহবাজ শরিফ।
৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও পাকিস্তানের ম্যাচ রয়েছে পরের দিন। নিজেদের প্রথম ম্যাচে তারা বাছাইপর্ব থেকে উঠে আসা দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তবে সবার চোখ থাকবে ১৫ অক্টোবর। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালও হবে আহমেদাবাদেই। বিশ্বকাপের পাকিস্তানের গ্রুপ পর্বের ৯ ম্যাচ হবে ৫ ভেন্যুতে।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
৫ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’
৬ ঘণ্টা আগেদুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
৬ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
৯ ঘণ্টা আগে