ক্রিকেট, রাজনীতি নাকি দুটিই সাকিব আল হাসানের কাছে গুরুত্বপূর্ণ—গত কয়েক মাসে এই ব্যাপারে চলছে অনেক আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—সবার কাছে একই প্রশ্ন। যেখানে সবারই উত্তর, সাকিবের পরিচয় শুধুই একজন ক্রিকেটার।
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পরই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্যের (এমপি) পদ টিকিয়ে রাখতে পেরেছেন কেবল সাত মাস। এদিকে আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। সাকিব এখন কী করবেন, সেই প্রশ্ন আজ সংবাদ সম্মেলনে এসেছে শান্তর কাছে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘না। আমার তেমন মনে হয় না। কারণ তিনি (সাকিব) পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার মনে করি। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলাটা খেলছেন। তাই তিনি তাঁর দায়িত্ব জানেন এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, তা জানেন। তাই আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে এ বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ইউনিট বাজেভাবে ব্যর্থ হয়েছিল। পাকিস্তান টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘আলাদা করে কোনো কিছু করতে চাই না। সবাই জানি যে ব্যাটিংটা আমাদের গত কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটা তেমন ভালো করিনি।’
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে মনে করেন শান্ত। খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘খেলোয়াড়েরা যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। খেলোয়াড়েরা বিশ্বাস করে, প্রত্যেকের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে এবার আমরা বিশেষ করে ব্যাটিং ইউনিট ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও গুরুত্বপূর্ণ। তাই দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে এবার।’
আরও পড়ুন:
ক্রিকেট, রাজনীতি নাকি দুটিই সাকিব আল হাসানের কাছে গুরুত্বপূর্ণ—গত কয়েক মাসে এই ব্যাপারে চলছে অনেক আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত—সবার কাছে একই প্রশ্ন। যেখানে সবারই উত্তর, সাকিবের পরিচয় শুধুই একজন ক্রিকেটার।
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পরই বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্যের (এমপি) পদ টিকিয়ে রাখতে পেরেছেন কেবল সাত মাস। এদিকে আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। সাকিব এখন কী করবেন, সেই প্রশ্ন আজ সংবাদ সম্মেলনে এসেছে শান্তর কাছে। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘না। আমার তেমন মনে হয় না। কারণ তিনি (সাকিব) পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার মনে করি। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলাটা খেলছেন। তাই তিনি তাঁর দায়িত্ব জানেন এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, তা জানেন। তাই আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে এ বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ইউনিট বাজেভাবে ব্যর্থ হয়েছিল। পাকিস্তান টেস্টের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘আলাদা করে কোনো কিছু করতে চাই না। সবাই জানি যে ব্যাটিংটা আমাদের গত কয়েক দিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটা তেমন ভালো করিনি।’
বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৩ ম্যাচ। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ড্র হয়েছে এক টেস্ট। এবার ভিন্ন গল্প লেখার সুযোগ রয়েছে বলে মনে করেন শান্ত। খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘খেলোয়াড়েরা যতটুকু সুযোগ পেয়েছি, ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। খেলোয়াড়েরা বিশ্বাস করে, প্রত্যেকের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে এবার আমরা বিশেষ করে ব্যাটিং ইউনিট ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও গুরুত্বপূর্ণ। তাই দল হিসেবে আমাদের ভালো সুযোগ আছে এবার।’
আরও পড়ুন:
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে