Ajker Patrika

বাবর ভালো না করলে শিরোপা জিতবে না পাকিস্তান, বলেছেন পন্টিং

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১: ১৩
বাবর ভালো না করলে শিরোপা জিতবে না পাকিস্তান, বলেছেন পন্টিং

বিশ্বকাপের আর তিন মাসও বাকি নেই। এর মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা নিজেদের ফেবারিট দলের নামও জানাতে শুরু করেছেন। ইতিমধ্যে নিজের ফেবারিট দলের নাম জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

তবে পন্টিংয়ের ফেবারিট তালিকায় নেই বর্তমান সময়ে দারুণ ক্রিকেট খেলা পাকিস্তান দলের নাম। সাবেক এই তারকা ব্যাটারের মতে, বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও ভারত। পন্টিং মনে করেন, বাবর ভালো না করলে পাকিস্তান বড় কিছু করতে পারবে না।

পাকিস্তানের শিরোপা জেতার সম্ভাবনার কথা জানাতে গিয়ে পন্টিং বলেছেন, ‘যদি বাবর দারুণ একটি টুর্নামেন্ট কাটাতে না পারে, তবে পাকিস্তান ভালো কিছু করতে পারবে না।’
পাকিস্তানের শিরোপাজয় নিয়ে সন্দিহান হলেও বাবরকে নিজের উচ্ছ্বাস গোপন করেননি পন্টিং। তিনি আরও বলেছেন, ‘কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আমি তাকে কাছ থেকে এবং ব্যক্তিগতভাবে দেখেছি। টেস্ট ম্যাচের ব্যাটিং বিবেচনায় আমার মনে হয়েছে তার জন্য সীমা হচ্ছে আকাশছোঁয়া।’

বিশ্বকাপে পাকিস্তানের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে পন্টিং বলেন, ‘তাদের ওপেনাররা বেশ গুরুত্বপূর্ণ এবং তাদের নতুন বলের বোলাররাও। তবে উইকেট বিবেচনায় তাদের স্পিন বোলারদের জন্য দায়িত্ব পালন কঠিন হতে পারে। সম্ভবত তারা খুব বেশি সহায়তা পাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত