অনেক আলোচনা–সমালোচনার পর ৩০ আগস্ট ‘হাইব্রিড মডেলে’ শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। অন্যান্য বোর্ডের সঙ্গে বিসিসিআইকেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
উদ্বোধনী ম্যাচে বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের বেশ কজন উচ্চপদস্থ কর্মকর্তা থাকবেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তো জানিয়েছে, বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি ও সহসভাপতি রাজিব শুক্লা প্রতিবেশী দেশে যাবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।
আমন্ত্রণের তালিকায় ছিলেন বিসিসিআইয়ের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহও। টুর্নামেন্ট শুরুর দিন তাঁরও থাকার কথা জানা গেলেও এখন ঠিক উল্টো শোনা যাচ্ছে। পাকিস্তানে যাওয়ার সম্মতি দিয়েছেন এমনটা নাকি অস্বীকার করেছেন তিনি। জয় না গেলেও বিসিসিআইয়ের দুই শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা পোষণে মনে করা হচ্ছে, দুই দেশের সম্পর্কের বরফ হয়তো গলা শুরু করেছে।
এসিসি ও এশিয়ার বোর্ডগুলোর সদস্যরা ছাড়াও আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে, নির্বাহী প্রধান জিওফ অ্যালারডাইস ও জেনারেল ম্যানেজার ওয়াসিম খান উদ্বোধনী ম্যাচে থাকবেন। মুলতানে প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে ৩১ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের উদ্দেশে ২৭ তারিখে দেশ ছাড়বেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
অনেক আলোচনা–সমালোচনার পর ৩০ আগস্ট ‘হাইব্রিড মডেলে’ শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। অন্যান্য বোর্ডের সঙ্গে বিসিসিআইকেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
উদ্বোধনী ম্যাচে বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের বেশ কজন উচ্চপদস্থ কর্মকর্তা থাকবেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ তো জানিয়েছে, বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি ও সহসভাপতি রাজিব শুক্লা প্রতিবেশী দেশে যাবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।
আমন্ত্রণের তালিকায় ছিলেন বিসিসিআইয়ের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহও। টুর্নামেন্ট শুরুর দিন তাঁরও থাকার কথা জানা গেলেও এখন ঠিক উল্টো শোনা যাচ্ছে। পাকিস্তানে যাওয়ার সম্মতি দিয়েছেন এমনটা নাকি অস্বীকার করেছেন তিনি। জয় না গেলেও বিসিসিআইয়ের দুই শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা পোষণে মনে করা হচ্ছে, দুই দেশের সম্পর্কের বরফ হয়তো গলা শুরু করেছে।
এসিসি ও এশিয়ার বোর্ডগুলোর সদস্যরা ছাড়াও আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে, নির্বাহী প্রধান জিওফ অ্যালারডাইস ও জেনারেল ম্যানেজার ওয়াসিম খান উদ্বোধনী ম্যাচে থাকবেন। মুলতানে প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে ৩১ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের উদ্দেশে ২৭ তারিখে দেশ ছাড়বেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
ভুটানে যেন বাংলাদেশি ফুটবলারদের মেলা বসেছে। গত কয়েক মাসে ১৫ ফুটবলার দেশটির লিগে নাম লিখিয়েছেন ধাপে ধাপে। এবার সেখানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগেযুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। চাহালের স্ত্রী ধনশ্রী যে তাতে হাঁপিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এটা নিয়ে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমটা মোহাম্মদ সালাহর জন্য কেটেছে স্বপ্নের মতো। একের পর এক গোল করেছেন। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন মিসরীয় ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ নারী সাফ শুরু হচ্ছে আজ। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ-ভুটান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। তবে বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-১৭ সাফের ম্যাচ টিভিতে দেখাবে না।
৩ ঘণ্টা আগে