Ajker Patrika

জ্যোতির ৮০ রানের ইনিংসের দিনে পুলিশের বাজে হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
নিগার সুলতানা জ্যোতির ৮০ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে শেলটেক। ছবি: ক্রিকইনফো
নিগার সুলতানা জ্যোতির ৮০ রানের ইনিংসে সহজ জয় পেয়েছে শেলটেক। ছবি: ক্রিকইনফো

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে নিগার সুলতানা জ্যোতি আজ বলতে গেলে একাই লড়েছেন। শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক খেলেছেন ১০৭ বলে করেছেন ৮০ রান। জ্যোতির এমন ব্যাটিংয়ে ঢাকা নারী প্রিমিয়ার লিগে ৬৪ রানে জিতেছে শেলটেক। একই দিনে অপর ম্যাচে পুলিশ পাত্তাই পেল না আনসারের কাছে।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শেলটেকের স্কোর এক পর্যায়ে ১৯.২ ওভারে ৩ উইকেটে ৬৩ রান। চতুর্থ উইকেটে জান্নাতুল মাওয়ার সঙ্গে ৫৫ রানের জুটি গড়তে অবদান রাখেন জ্যোতি। এই জুটি ভাঙার পর দিশেহারা হয়ে পড়ে শেলটেক। ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রানে থেমে যায় তাদের ইনিংস।

১৯৫ রানের লক্ষ্যে নেমে সাবলীল খেলতে থাকে গুলশান ইয়ুথ ক্লাব। ২২.৪ ওভারে দলটির স্কোর ছিল ৩ উইকেটে ৯১ রান। এখান থেকেই ধসের শুরু। ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৩০ রানে পরিণত হয় গুলশান। চোটে পড়ায় সুরাইয়া আজমিম ব্যাটিংয়ে না নামায় এখানেই থেমে যায় তাদের ইনিংস। শেলটেকের ৬৪ রানের জয়ে ম্যাচসেরা জান্নাতুল ফেরদৌস সুমনা। ৮ ওভারে ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শেলটেক পয়েন্ট টেবিলের শীর্ষে।

দিনের অপর ম্যাচে বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৬৫ রানে হারিয়েছে বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি। এবারের নারী ডিপিএলে আনসারের এটিই প্রথম জয়। আর পাঁচ ম্যাচের পাঁচটিতে হারল পুলিশ। আনসারের আয়েশা আকতার জুনিয়র ৩৯ রান করে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আনসার নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান করেছে। জবাবে ৪২.২ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত