Ajker Patrika

আয়ারল্যান্ডে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ কি হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১০: ৪৯
আয়ারল্যান্ডে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ কি হবে

ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আগামী মে মাসে ওই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। তবে ওয়ানডে সিরিজ নিশ্চিত হলেও টি-টোয়েন্টি নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জালাল ইউনুস। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ইংল্যান্ডে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেছে আইরিশরা। তবে টি-টোয়েন্টির ব্যাপারে অনিশ্চয়তা আছে জানিয়ে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমাদের সঙ্গে যেটা কথা হয়েছে, ৩ ওয়ানডে ইংল্যান্ডে হবে। টি-টোয়েন্টি এখনো নিশ্চিত না। যেহেতু এখনো কনফার্ম করেনি তারা। নাও হতে পারে। আয়ারল্যান্ড ভেন্যু ঠিক করতে পারেনি।’ 

এ বছর এমনিতে বাংলাদেশের ঠাসা সূচি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ঠিক সময়ে না হলে এর ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করেন জালাল, ‘এরকমও হতে পারে যে তারা টি-টোয়েন্টি সূচি পরে দিতে চায়। কিন্তু এফটিপি তো ঠাসা। অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত। শুধু তারিখ চূড়ান্ত হওয়ার বাকি। তো এই অবস্থায় আমার মনে হয় না সূচি পূর্ণনির্ধানের সুযোগ পাওয়া যাবে।’ 

জাতীয় দলের সঙ্গে এ বছর ব্যস্ত থাকবে ‘এ’ দলও। আগামী জুনে খেলায় ফিরবে তারা। বাংলাদেশ সফর করার কথা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। এই সিরিজে কোচ হিসেবে স্থানীয়দের ওপর আস্থা রাখতে চাচ্ছে বিসিবি। এ নিয়ে জালাল বলেন, ‘রাজিন ও আফতাবকে নিয়ে আমরা খুশি। তাঁরা এ দলে কাজ করুক। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে স্থানীয়দের সম্ভাবনা কম। এখনো তাদের অনেক উন্নতির ব্যাপার আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত