Ajker Patrika

হংকংকে উড়িয়ে হেসেখেলে সেমিতে পাকিস্তান 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৫: ২০
হংকংকে উড়িয়ে হেসেখেলে সেমিতে পাকিস্তান 

এশিয়ান গেমস ক্রিকেটে আজ দুই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে দুইরকম। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ভারত-নেপাল ম্যাচ হয়েছিল হাইস্কোরিং। পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়েছে কিছুটা একপেশে। হংকংকে ৬৮ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। 

১৬১ রানের লক্ষ্যে শুরুতেই উইকেট হারায় হংকং। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হংকং ওপেনার মুহাম্মদ খানকে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস। ১.৫ ওভারে হংকংয়ের স্কোর তখন ১ উইকেটে ১০ রান। এরপর উইকেটে আসেন বাবর হায়াত। হংকংয়ের ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে অধিনায়ক নিজাকাত খান ও শিব মাথুরের সঙ্গে ১৯ রান ও ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রেখেছেন বাবর। 

তবে বাবর ফেরার পরই পথ হারায় হংকং। ৫৪ থেকে ৯২-৩৮ রান তুলতে শেষ ৮ উইকেট হারায় তারা। ১৮.৫ ওভারেই তারা অলআউট হয়ে যায়। পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন খুশদিল শাহ। ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন কাসিম আকরাম, সুফিয়ান মুকিম ও মিনহাস। 
 
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হংকং অধিনায়ক নিজাকাত। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রান করে অলআউট হয় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন আমির জামাল। ১৬ বলের ইনিংসে ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। হংকংয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ গজনফার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত