Ajker Patrika

বিসিবির নারী বিভাগের দায়িত্ব নিলেন হাবিবুল বাশার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪০
বিসিবির নারী বিভাগের দায়িত্ব নিলেন হাবিবুল বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির নারী বিভাগের প্রধান করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই নির্বাচককে। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচক হিসেবে নতুন চুক্তি না করা হলেও মিনহাজুল আবেদীন নান্নু ও সুমনকে অন্য কোনো পদে রাখা হবে বলে আগেই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দ্রুত জানা যাবে নান্নুর নতুন দায়িত্ব সম্পর্কেও।

বিসিবির নারী বিভাগের দায়িত্ব নিলেন হাবিবুল বাশার।আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার। বিসিবি কার্যালয়ে তাঁকে আজ শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইং কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিসিবির নারী বিভাগের দায়িত্ব পাওয়া বাশারকে শুভেচ্ছা জানান উইমেন্স উইং কমিটির চেয়ারম্যান নাদেল এবং বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতি।বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার লম্বা সময় বিসিবির জ্যেষ্ঠ নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির সবশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বদল আসে নির্বাচক প্যানেলে। নান্নুর জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় গাজী আশরাফ হোসেন লিপুকে আর সুমনের স্থলাভিষিক্ত করা হয়েছে হান্নান সরকারকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত