Ajker Patrika

রিশাদদের অবিশ্বাস্য জয়, সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন মজিদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২০: ৪৭
রিশাদদের অবিশ্বাস্য জয়, সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন মজিদ 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ অবিশ্বাস্য এক জয়ই রিশাদ হোসেন-তানজিদ হাসান তামিমদের শাইনপুকুর ক্রিকেট ক্লাব পেয়েছে। নিজেরা ২০০ এর নিচে রান করেছে ঠিকই। তবে শাইনপুকুরের দুর্দান্ত বোলিংয়ে সিটি ক্লাবকে ১০০ এর আগেই গুটিয়ে দিয়েছে সিটি ক্লাব। অন্যদিকে সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটার আবদুল মজিদ। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ বৃষ্টির কারণে শাইনপুকুর-সিটি ক্লাব ম্যাচ শুরু হয় সকাল ১১টায়। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪০ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিটি ক্লাবের অধিনায়ক শাহরিয়ার কমল। প্রথমে ব্যাটিং পাওয়া শাইনপুকুর ৩৮.৩ ওভারে অলআউট হয়েছে ১৭৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন খালিদ হাসান। সিটি ক্লাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ ইফরান হোসেন। ১৭৭ রান তাড়া করতে নেমে সিটি ক্লাবের দুই ওপেনার হাসানুজ্জামান ও সাদিকুর রহমান ঝোড়ো শুরু করেন। ৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শাইনপুকুর স্পিনার নাঈম আহমেদ। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করেন হাসানুজ্জামান। 

উদ্বোধনী জুটি ভাঙার মাধ্যমেই মূলত সিটি ক্লাবের ইনিংসে ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২৮ ওভারে ৮৪ রানে অলআউট হয় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন সাদিকুর। ২৮ বলের ইনিংসে ৭ চার মারেন তিনি। শাইনপুকুরের ৯২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম। ৫ ওভার বোলিংয়ে ১৯ রানে নেন ৩ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন শাইনপুকুরের এই স্পিনার। রিশাদ ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মারলেও বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত। ৩ ওভার বোলিংয়ে ২ রান খরচ করে নেন ২ উইকেট। ১ ওভার মেডেনও দেন তিনি। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেন। তবে শাইনপুকুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। 

শাইনপুকুরের বিপক্ষে আগের ম্যাচে ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মজিদ। সেই মজিদ আজ সেঞ্চুরির আক্ষেপ ঘুচিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বৃষ্টির কারণে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স-পারটেক্স ম্যাচ হয়েছে ৪৩ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করেছে পারটেক্স। রান তাড়া করতে নেমে ব্রাদার্সের দুই ওপেনার রহমতউল্লাহ আলী ও মজিদ ১০.২ ওভারে ৭৬ রান যোগ করেন। ১১ তম ওভারের তৃতীয় বলে রহমতউল্লাহকে ফেরান তোফায়েল আহমেদ। ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় রহমতউল্লাহ করেন ২৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্সের স্কোর হয়ে যায় ২৬.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান। একপ্রান্ত আগলে খেলতে থাকা মজিদ ৯৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪১.৪ ওভারে ৬ উইকেটে ২২৫ রান করে ব্রাদার্স। ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মজিদ। ১০২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন ব্রাদার্স ওপেনার। 

বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ হয়েছে ৪৩ ওভারের। টস জিতে প্রথমে ব্যাটিং করা গাজী টায়ার্স ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করেছে। ওপেনার মহব্বত হোসেন রোমান ৪৭ বলে করেন ৬৩ রান। মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। রান তাড়া করতে নেমে ৩৮.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। গাজী টায়ার্সের ৭১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত