নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের হারানোর কিছুই ছিল না। তবে পাওয়ার ছিল। বুধবার প্রাপ্তির ম্যাচেও ফের হেরেছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি। স্বাগতিক সিলেটের এবারের হার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। আজ সিলেটকে তাদেরই মাঠে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ পর্বে উঠে গেল ইমরুল কায়েসের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে রবি বোপারার সিলেট। জবাবে ১ বল হাতে রেখেই দারুণ জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টের চলতি মৌসুমে আট ম্যাচে এটা ইমরুলদের পঞ্চম জয়। বিপরীতে নয় ম্যাচের সাতটিতেই হারল সিলেট। ৩ পয়েন্ট ঘরে থাকা দলটির প্লে-অফের আশা শেষ হয়ে গেছে আগেই।
সিলেটের চ্যালেঞ্জিং স্কোরের নায়ক সেই কলিন ইনগ্রাম। আরো একটা ম্যাচে সেঞ্চুরির আভাস নিয়ে ফিরেছেন ইংলিশ ওপেনার। আগের ম্যাচে ৯০ রানে আউট হওয়া ইনগ্রাম আজ করলেন ৮৯। ৬৩ বলের ইনিংসে নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর সঙ্গী এনামুল হক বিজয় ৩৩ বলে চারটি চার ও তিন ছক্কায় আউট হন ৪৬ রানে। ১৩তম ওভারের শুরুতে ১০৫ রানে ভাঙে সিলেটের দুজনের উদ্বোধনী জুটি।
এ ছাড়া লেন্ডন সিমন্স ১৩ বলে ১৬ এবং আলাউদ্দিন বাবু ৮ বলে ১০ রানে সাজঘরে ফেরেন। সিলেটের পতন হওয়া ৫ উইকেটের ৩টি নিয়েছেন কুমিল্লার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২৩ দেওয়া জাতীয় দলের এই পেসার ম্যাচ সেরার দাবিদার হলেও শ্রেষ্ঠত্বের পুরস্কার উঠেছে কুমিল্লা ওপেনার মাহমুদুল হাসান জয়ের হাতে। রান তাড়ায় ২২ রানে ২ উইকেট হারানোর পর তিনিই দলকে লক্ষ্যে এগিয়ে নেন।
৫০ বলে সাত চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডার ইনিংস সাজান চারটি চার ও দুই ছক্কায়। ওপেনার ইমরুল পাঁচে নেমে ৮ বলে দুই ছক্কায় তোলেন ১৬ রান। শেষ দিকে ঝড় ওঠে সুনিল নারাইনের ব্যাটে। ১২ বলে তিন চার ও এক ছক্কায় ২৪ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
শেষ দুই ওভারে ২২ রানের কঠিন সমীকরণ ছিল কুমিল্লার সামনে। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ইনিংসের ১৯তম ওভারেই। একেএস স্বাধীন এক ওভারেই খরচ করেন ১৯ রান! নারাইনের কাছে হজম করেন দুই চার ও এক ছক্কা। সিলেট পেসার তিনটি ওয়াইডও দিয়েছেন। তাঁর বাজে বোলিংয়ের খেসারত দিয়ে আরো একটা ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করল সিলেট।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের হারানোর কিছুই ছিল না। তবে পাওয়ার ছিল। বুধবার প্রাপ্তির ম্যাচেও ফের হেরেছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি। স্বাগতিক সিলেটের এবারের হার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। আজ সিলেটকে তাদেরই মাঠে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ পর্বে উঠে গেল ইমরুল কায়েসের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে রবি বোপারার সিলেট। জবাবে ১ বল হাতে রেখেই দারুণ জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টের চলতি মৌসুমে আট ম্যাচে এটা ইমরুলদের পঞ্চম জয়। বিপরীতে নয় ম্যাচের সাতটিতেই হারল সিলেট। ৩ পয়েন্ট ঘরে থাকা দলটির প্লে-অফের আশা শেষ হয়ে গেছে আগেই।
সিলেটের চ্যালেঞ্জিং স্কোরের নায়ক সেই কলিন ইনগ্রাম। আরো একটা ম্যাচে সেঞ্চুরির আভাস নিয়ে ফিরেছেন ইংলিশ ওপেনার। আগের ম্যাচে ৯০ রানে আউট হওয়া ইনগ্রাম আজ করলেন ৮৯। ৬৩ বলের ইনিংসে নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর সঙ্গী এনামুল হক বিজয় ৩৩ বলে চারটি চার ও তিন ছক্কায় আউট হন ৪৬ রানে। ১৩তম ওভারের শুরুতে ১০৫ রানে ভাঙে সিলেটের দুজনের উদ্বোধনী জুটি।
এ ছাড়া লেন্ডন সিমন্স ১৩ বলে ১৬ এবং আলাউদ্দিন বাবু ৮ বলে ১০ রানে সাজঘরে ফেরেন। সিলেটের পতন হওয়া ৫ উইকেটের ৩টি নিয়েছেন কুমিল্লার বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২৩ দেওয়া জাতীয় দলের এই পেসার ম্যাচ সেরার দাবিদার হলেও শ্রেষ্ঠত্বের পুরস্কার উঠেছে কুমিল্লা ওপেনার মাহমুদুল হাসান জয়ের হাতে। রান তাড়ায় ২২ রানে ২ উইকেট হারানোর পর তিনিই দলকে লক্ষ্যে এগিয়ে নেন।
৫০ বলে সাত চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন মঈন আলী। ইংলিশ অলরাউন্ডার ইনিংস সাজান চারটি চার ও দুই ছক্কায়। ওপেনার ইমরুল পাঁচে নেমে ৮ বলে দুই ছক্কায় তোলেন ১৬ রান। শেষ দিকে ঝড় ওঠে সুনিল নারাইনের ব্যাটে। ১২ বলে তিন চার ও এক ছক্কায় ২৪ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন ক্যারিবীয় অলরাউন্ডার।
শেষ দুই ওভারে ২২ রানের কঠিন সমীকরণ ছিল কুমিল্লার সামনে। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ইনিংসের ১৯তম ওভারেই। একেএস স্বাধীন এক ওভারেই খরচ করেন ১৯ রান! নারাইনের কাছে হজম করেন দুই চার ও এক ছক্কা। সিলেট পেসার তিনটি ওয়াইডও দিয়েছেন। তাঁর বাজে বোলিংয়ের খেসারত দিয়ে আরো একটা ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করল সিলেট।
মাঠে নামলেই ম্যাথু ব্রিটজকের ব্যাট ছোটে তরবারির মতো। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক না কেন, তিনি রানের বন্যা বইয়ে দেন। ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ব্যাটার আজ যে রেকর্ড গড়েছেন, সেটা আর কেউ করতে পারেননি।
১ ঘণ্টা আগেমাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে গেলেও জার্মানির বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের বুন্দেসলিগাতেও কি চলবে বায়ার্নের রাজত্ব! এটি হবে বুন্দেসলিগার ৬৩তম মৌসুম।
২ ঘণ্টা আগে১৯ আগস্ট এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৫ সদস্যের দল ঘোষণার পরই হৈচৈ শুরু। তোলপাড়টা হচ্ছে মূলত শ্রেয়াস আইয়ারকে নিয়ে। কারণ, ভারতীয় এই তারকা ক্রিকেটারকে নেওয়া হয়নি এশিয়া কাপের দলে। ভারতের সাবেক ক্রিকেটার তো বটেই, এমনকি শ্রেয়াসের বাবা সন্তোষ আইয়ারও কথা বলেছেন এই ব্যাপারে।
২ ঘণ্টা আগেকিছুদিন আগে লাওসে অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপে বাছাই বাংলাদেশের হয়ে খেলে এসেছেন আফঈদা খন্দকার । দলকে প্রতিযোগিতার মূল পর্বে তুলে দিয়েছিলেন। তবে এবার ভিন্ন মিশনে সেই লাওসেই যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নারী দলের অধিনায়ক। ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলতেই...
২ ঘণ্টা আগে