ক্রীড়া ডেস্ক
ম্যাচ ফিক্সিংয়ে তো বটেই, মাঠের বাইরের নানা ঘটনায় খেলোয়াড়দের গ্রেপ্তার হওয়ার ঘটনা খুবই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর বাইরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার আসেন বান্দারা গ্রেপ্তার হয়েছেন ভিন্ন রকম এক ঘটনায়।
বান্দারা গ্রেপ্তার হয়েছেন গত রাতে। শ্রীলঙ্কা পুলিশের বরাতে জানা গেছে, বান্দারার বাসা পিলিয়ান্দালার কোলামুন্না এলাকায় গতকাল সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বেধেছে। ঝগড়ার জেরে সেই প্রতিবেশীর বাসায় ঢুকে কাউকে আহত করার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার ঝামেলা নিয়ে এক প্রতিবেশী অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সে কারও বাসায় অযাচিতভাবে ঢুকেছে। বাদানুবাদ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই দিনে তাকে জামিন দেওয়া হয়েছে।’ জামিন পেলেও ১২ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে বলে শোনা যাচ্ছে।
বান্দারার ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা দরকার। ডি সিলভা বলেন, ‘আমাদের আগে চুক্তির ব্যাপার দেখতে হবে। একই সঙ্গে ঘটনাও বিচার করতে হবে। যদি মনে হয়, সে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) জন্য দুর্নাম বয়ে আনবে, তাহলে আমরা আরও পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা আলাপ-আলোচনা করব এবং যদি কোনো তদন্তের দরকার হয়, আমরা করব।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ বান্দারা খেলেছেন ১৪ ফেব্রুয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ম্যাচে তিনি পুলিশ স্পোর্টস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষ ছিল এস ক্যাপিটাল ক্রিকেট ক্লাব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০২৩ সালে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত শ্রীলঙ্কারহয়ে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
ম্যাচ ফিক্সিংয়ে তো বটেই, মাঠের বাইরের নানা ঘটনায় খেলোয়াড়দের গ্রেপ্তার হওয়ার ঘটনা খুবই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছর বাইরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার আসেন বান্দারা গ্রেপ্তার হয়েছেন ভিন্ন রকম এক ঘটনায়।
বান্দারা গ্রেপ্তার হয়েছেন গত রাতে। শ্রীলঙ্কা পুলিশের বরাতে জানা গেছে, বান্দারার বাসা পিলিয়ান্দালার কোলামুন্না এলাকায় গতকাল সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বেধেছে। ঝগড়ার জেরে সেই প্রতিবেশীর বাসায় ঢুকে কাউকে আহত করার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে শ্রীলঙ্কা পুলিশ বলেছে, ‘শনিবার সন্ধ্যায় বান্দারার ঝামেলা নিয়ে এক প্রতিবেশী অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, সে কারও বাসায় অযাচিতভাবে ঢুকেছে। বাদানুবাদ শেষ পর্যন্ত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই আহত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই দিনে তাকে জামিন দেওয়া হয়েছে।’ জামিন পেলেও ১২ মার্চ তাকে আদালতে হাজিরা দিতে বলে শোনা যাচ্ছে।
বান্দারার ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা দরকার। ডি সিলভা বলেন, ‘আমাদের আগে চুক্তির ব্যাপার দেখতে হবে। একই সঙ্গে ঘটনাও বিচার করতে হবে। যদি মনে হয়, সে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) জন্য দুর্নাম বয়ে আনবে, তাহলে আমরা আরও পদক্ষেপ নিতে পারি। এই ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা আলাপ-আলোচনা করব এবং যদি কোনো তদন্তের দরকার হয়, আমরা করব।’
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ বান্দারা খেলেছেন ১৪ ফেব্রুয়ারি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেই ম্যাচে তিনি পুলিশ স্পোর্টস ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিপক্ষ ছিল এস ক্যাপিটাল ক্রিকেট ক্লাব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০২৩ সালে। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত শ্রীলঙ্কারহয়ে ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে