টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হলেও টেস্ট সিরিজের শুরু থেকেই ভারতকে বেশ চাপে রেখেছে নিউজিল্যান্ড। কানপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৪৫ রানের জবাবে বিনা উইকেটে ১২৯ রান তুলে নিয়ে কিউইরা যেন বোঝাতে চাইছে, কেন তারা আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল!
গতকাল দ্বিতীয় দিন ভারতকে হতাশা উপহার দিয়ে দুই কিউই ওপেনার উইল ইয়াং ৭৫ ও টম ল্যাথাম অপরাজিত আছেন ৫০ রানে।
ল্যাথাম শুধু ইশান্ত শর্মা-রবিচন্দ্রন অশ্বিনদের সমন্বয়ে গড়া ভারতীয় বোলিং লাইনআপেরই নয়, বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন দুই ভারতীয় আম্পায়ার নিতিন মেনন ও বীরেন্দর শর্মাকেও। একের পর এক ভুল সিদ্ধান্তে তাঁদের দক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছিল কাল।
মধ্যাহ্নভোজ বিরতির পর নিজেদের প্রথম ইনিংস শুরু করেছিল নিউজিল্যান্ড। চা বিরতিতে যাওয়ার আগেই দুবার আউট হতে পারতেন টম ল্যাথাম। প্রথমবার রানের খাতা খোলার আগেই।
তৃতীয় ওভারে ইশান্ত শর্মার বলে ল্যাথামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার নিতিন মেনন। কিন্তু সঙ্গে সঙ্গে রিভিউ নেন কিউই ওপেনার। রিভিউতে দেখা গেছে, বল ব্যাটে লেগেছিল।
ইনিংসের ১৫ তম ওভারে আবার ল্যাথামকে আউট দিয়েছিলেন আম্পায়ার মেনন। এবার রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউর সিদ্ধান্ত। আবারও ডিআরএসের দ্বারস্থ হন ল্যাথাম। এবারও বল প্যাডে লাগার আগে ব্যাট স্পর্শ করেছিল ল্যাথামের। বাঁহাতি ব্যাটারের রান তখন ১০।
ল্যাথামের সঙ্গে আম্পায়ারদের অমিলের সর্বশেষ ঘটনা একদম শেষ বেলায়। দিনের শেষ ওভারের আগের ওভারে অশ্বিনের বলে ল্যাথামকে ক্যাচ আউট দেন আরেক অনফিল্ড আম্পায়ার বীরেন্দর শর্মা। তৃতীয়বারের রিভিউতে দেখা গেল ব্যাটে বল লাগেনি। সেটাই ল্যাথামকে বাঁচিয়ে দিয়েছে। ততক্ষণে অবশ্য ফিফটি হয়ে গেছে তাঁর।
দিন শেষে এ নিয়ে তাই মজা করতে ভোলেননি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। একসময় কোনো সিরিজেই রিভিউ নিতে চাইত না ভারত। সেই দিনগুলোর সুবিধার কথা ভারতকে মনে করিয়ে তাঁর টুইট, ‘টম ল্যাথাম যদি সেঞ্চুরি পায়, ভারত হয়তো ঘরের মাঠে রিভিউর ব্যবহার বাতিল করতে চাইবে!’
এমনিতে টেস্ট ম্যাচে নিরপেক্ষ আম্পায়ারদের দায়িত্ব পালনের নিয়ম থাকলেও করোনাকালে কোয়ারেন্টিন ও বায়ো-বাবলের কথা মাথায় রেখে স্থানীয় আম্পায়ারদেরই ম্যাচ পরিচালনার অনুমতি দিয়েছে আইসিসি।
টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হলেও টেস্ট সিরিজের শুরু থেকেই ভারতকে বেশ চাপে রেখেছে নিউজিল্যান্ড। কানপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৪৫ রানের জবাবে বিনা উইকেটে ১২৯ রান তুলে নিয়ে কিউইরা যেন বোঝাতে চাইছে, কেন তারা আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল!
গতকাল দ্বিতীয় দিন ভারতকে হতাশা উপহার দিয়ে দুই কিউই ওপেনার উইল ইয়াং ৭৫ ও টম ল্যাথাম অপরাজিত আছেন ৫০ রানে।
ল্যাথাম শুধু ইশান্ত শর্মা-রবিচন্দ্রন অশ্বিনদের সমন্বয়ে গড়া ভারতীয় বোলিং লাইনআপেরই নয়, বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন দুই ভারতীয় আম্পায়ার নিতিন মেনন ও বীরেন্দর শর্মাকেও। একের পর এক ভুল সিদ্ধান্তে তাঁদের দক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছিল কাল।
মধ্যাহ্নভোজ বিরতির পর নিজেদের প্রথম ইনিংস শুরু করেছিল নিউজিল্যান্ড। চা বিরতিতে যাওয়ার আগেই দুবার আউট হতে পারতেন টম ল্যাথাম। প্রথমবার রানের খাতা খোলার আগেই।
তৃতীয় ওভারে ইশান্ত শর্মার বলে ল্যাথামকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার নিতিন মেনন। কিন্তু সঙ্গে সঙ্গে রিভিউ নেন কিউই ওপেনার। রিভিউতে দেখা গেছে, বল ব্যাটে লেগেছিল।
ইনিংসের ১৫ তম ওভারে আবার ল্যাথামকে আউট দিয়েছিলেন আম্পায়ার মেনন। এবার রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউর সিদ্ধান্ত। আবারও ডিআরএসের দ্বারস্থ হন ল্যাথাম। এবারও বল প্যাডে লাগার আগে ব্যাট স্পর্শ করেছিল ল্যাথামের। বাঁহাতি ব্যাটারের রান তখন ১০।
ল্যাথামের সঙ্গে আম্পায়ারদের অমিলের সর্বশেষ ঘটনা একদম শেষ বেলায়। দিনের শেষ ওভারের আগের ওভারে অশ্বিনের বলে ল্যাথামকে ক্যাচ আউট দেন আরেক অনফিল্ড আম্পায়ার বীরেন্দর শর্মা। তৃতীয়বারের রিভিউতে দেখা গেল ব্যাটে বল লাগেনি। সেটাই ল্যাথামকে বাঁচিয়ে দিয়েছে। ততক্ষণে অবশ্য ফিফটি হয়ে গেছে তাঁর।
দিন শেষে এ নিয়ে তাই মজা করতে ভোলেননি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। একসময় কোনো সিরিজেই রিভিউ নিতে চাইত না ভারত। সেই দিনগুলোর সুবিধার কথা ভারতকে মনে করিয়ে তাঁর টুইট, ‘টম ল্যাথাম যদি সেঞ্চুরি পায়, ভারত হয়তো ঘরের মাঠে রিভিউর ব্যবহার বাতিল করতে চাইবে!’
এমনিতে টেস্ট ম্যাচে নিরপেক্ষ আম্পায়ারদের দায়িত্ব পালনের নিয়ম থাকলেও করোনাকালে কোয়ারেন্টিন ও বায়ো-বাবলের কথা মাথায় রেখে স্থানীয় আম্পায়ারদেরই ম্যাচ পরিচালনার অনুমতি দিয়েছে আইসিসি।
এশিয়া কাপের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। এই দলটিই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হবে ৩০ আগস্ট সিলেটে। ট্যাগ: ক্যাপশন: নুরুল হাসান সোহান, সাইফ হাসান
১৬ মিনিট আগেছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অন্য অ্যাথলেটদের চেয়ে অনেকটা দূরত্ব নিয়েই ফিনিশিং লাইন স্পর্শ করেন নৌবাহিনীর ইমরানুর রহমান। কিন্তু মেয়েদের ১০০ মিটারে ঘটল বিতর্ক। সুমাইয়া দেওয়ান নাকি শিরিন আক্তার—কে প্রথম হন, তা জানতে অপেক্ষা করতে হলো ঘণ্টাখানেক
২ ঘণ্টা আগেম্যাথু ব্রিটজকে, ত্রিস্তান স্তাবসের উদ্ভাসিত ব্যাটিং আর লুঙ্গি এনগিডির আগুনে বোলিং—এই দুয়ের মাঝে চিড়েচ্যাপ্টা অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডের পর আজ দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল প্রোটিয়ারা।
৩ ঘণ্টা আগেতাসকিন আহমেদের মুখে সব সময় হাসি লেগেই থাকে। পরিবার, সতীর্থদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে যখন পোস্ট করেন, দেখা যায় তাসকিনের হাস্যোজ্জ্বল চেহারা। প্রিয়জনদের সঙ্গে মজা করতে বেশ পছন্দ করেন বাংলাদেশের এ তারকা পেসার।
৩ ঘণ্টা আগে