আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় প্রায়ই। তবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না দীর্ঘদিন। পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত নাকচ করেছে বারবার।
২০১২-১৩ সালে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। এটাই সর্বশেষ ভারত-পাকিস্তান সিরিজ। এই সময়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও অনেক দল। ঘরের মাঠ, অ্যাওয়ে, নিরপেক্ষ ভেন্যু-সবখানেই খেলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সিরিজ না হওয়া প্রসঙ্গে আবদুল রাজ্জাক ২৫ বছর আগের কথা উল্লেখ করেছেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সালে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী তিনটি ওয়ানডে সিরিজ খেলেছিল। পাকিস্তান জিতেছিল ৭ ম্যাচ, ৬ ম্যাচ হেরেছিল এবং বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে গিয়েছিল। রাজ্জাক বলেন, ‘একমাত্র ভারতই পাকিস্তানের সঙ্গে খেলে না। ১৯৯৭-৯৮ সালে তারা (ভারত) আমাদের বিপক্ষে বেশি ম্যাচ খেলেনি। কারণ আমরা অনেক ভালো খেলতাম। ভারত সব সময়ই হারত।’
রাজ্জাক ২০২৩ অ্যাশেজের কথাও উল্লেখ করেছেন। এজবাস্টন, লর্ডস, হেডিংলি-অ্যাশেজের তিন টেস্টই রোমাঞ্চ ছড়িয়েছে। প্রথম দুই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও তৃতীয় টেস্ট জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা ২০২৩ সালে আছি। আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। কোনো দল বড় বা ছোট না। আপনি অ্যাশেজ দেখুন। কোন দল বেশি ভালো তা আপনি বলতে পারবেন? যে দল ভালো খেলবে, সে দলই জিতবে।
পাকিস্তান দল দুর্বল এটা বলা যাবে না।’
এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা তিনটি, যদি তারা ফাইনালে পৌঁছায়। আর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে মুখোমুখি হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
আইসিসি ইভেন্ট, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় প্রায়ই। তবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না দীর্ঘদিন। পাকিস্তান আগ্রহ দেখালেও ভারত নাকচ করেছে বারবার।
২০১২-১৩ সালে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। এটাই সর্বশেষ ভারত-পাকিস্তান সিরিজ। এই সময়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও অনেক দল। ঘরের মাঠ, অ্যাওয়ে, নিরপেক্ষ ভেন্যু-সবখানেই খেলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সিরিজ না হওয়া প্রসঙ্গে আবদুল রাজ্জাক ২৫ বছর আগের কথা উল্লেখ করেছেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সালে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী তিনটি ওয়ানডে সিরিজ খেলেছিল। পাকিস্তান জিতেছিল ৭ ম্যাচ, ৬ ম্যাচ হেরেছিল এবং বৃষ্টিতে এক ম্যাচ ভেস্তে গিয়েছিল। রাজ্জাক বলেন, ‘একমাত্র ভারতই পাকিস্তানের সঙ্গে খেলে না। ১৯৯৭-৯৮ সালে তারা (ভারত) আমাদের বিপক্ষে বেশি ম্যাচ খেলেনি। কারণ আমরা অনেক ভালো খেলতাম। ভারত সব সময়ই হারত।’
রাজ্জাক ২০২৩ অ্যাশেজের কথাও উল্লেখ করেছেন। এজবাস্টন, লর্ডস, হেডিংলি-অ্যাশেজের তিন টেস্টই রোমাঞ্চ ছড়িয়েছে। প্রথম দুই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও তৃতীয় টেস্ট জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা ২০২৩ সালে আছি। আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে। কোনো দল বড় বা ছোট না। আপনি অ্যাশেজ দেখুন। কোন দল বেশি ভালো তা আপনি বলতে পারবেন? যে দল ভালো খেলবে, সে দলই জিতবে।
পাকিস্তান দল দুর্বল এটা বলা যাবে না।’
এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা তিনটি, যদি তারা ফাইনালে পৌঁছায়। আর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে মুখোমুখি হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সেই আসরে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। হকির বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তাঁরা...
৫ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব এর আগেও কয়েকবার পেয়েছেন সমিত সোম। কিন্তু কখনোই সবুজ সংকেত দেননি। গত মার্চে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে খেলতে দেখার পর বদল আসে তাঁর ভাবনায়। নিজেকে বলতে শুরু করেন, ‘প্রিমিয়ার লিগে খেলা হামজা যদি পারেন, তাহলে আমি কেন নয়।’
৫ ঘণ্টা আগেদুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ক্রিকেটও সেই প্রভাবমুক্ত নয়। যেখানে ধর্মশালায় আজ আইপিএলে ম্যাচ মাঝপথে বাধ্য হয়ে বাতিল করা হয়েছে।
৬ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
৯ ঘণ্টা আগে