Ajker Patrika

পাকিস্তানে না-ও হতে পারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি 

আপডেট : ০৯ জুন ২০২৩, ১৬: ২৮
পাকিস্তানে না-ও হতে পারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি 

এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও তা নিয়ে রয়েছে অনেক যদি-কিন্তু। পাকিস্তানের জন্য হয়তো দুঃসংবাদটা হতে পারে আরেকটু বেশি। আয়োজক হলেও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে না হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি না হওয়ার আশঙ্কার কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্বা হারানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তাতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানের বদলে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তাতে করে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোগত উন্নয়নে আরও এক বছর সময় পাবে। নিউজ ১৮কে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি তারা কয়েক দিন পর শুরু হওয়া মেজর লিগ ক্রিকেট সফলভাবে আয়োজনও করে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা আসলে ভিন্ন বলের খেলা। ভেন্যুই যদি প্রস্তুত না থাকে, তাহলে কোথায় ম্যাচ আয়োজন করবেন আপনি? সুদূর পশ্চিমের দেশে টুর্নামেন্ট আয়োজন করলে সম্প্রচারকদের আর্থিক লোকসান হয়। অন্যদিকে উপমহাদেশে তা আয়োজন করা লাভজনক।’ 

যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। আর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি না হওয়ার সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক পর্যায়ের এই আলাপ-আলোচনা শুধু মৌখিক আলোচনাতেই সীমাবদ্ধ। 

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে ২০১৭ সালে। লন্ডনের দ্য ওভালের সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত