নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রথম দফায় বৃষ্টি নামলেও বেশি সময়ক্ষেপণ হয়নি, একটু পরেই থেমে যায়। কিন্তু দ্বিতীয় দফায় প্রায় পৌনে এক ঘণ্টা বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ। মাঠ শুকিয়ে খেলা চালিয়ে যাওয়ার অবস্থা তৈরি করতে লাগল আরও পৌনে ১ ঘণ্টা। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকেরা যেন বৃষ্টির কারণে আরও বেশি বিপাকে পড়ে গেল।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির বাধায় ম্যাচের পরিধি কমেছে ৭ ওভার। বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান। বাকি ৮.৩ ওভারে কত যে রান তুলতে পারে তামিম ইকবালের দল, সেটাই হবে আফগানদের লক্ষ্য। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ আবৃত হয়ে আছে ঘন মেঘের চাদরে। আবার বৃষ্টি নামলে খেলা রান রেটের হিসাবে ডিএলএস মেথডে যাবেন ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশের রান তোলার হারও বেশি নয়–মাত্র ৪.১৭।
প্রথম দফা বৃষ্টির পর আউট হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। বিপর্যয়ের শুরুটা সাকিবকে দিয়ে। আজমতুল্লাহ উমরজাইকে কাভার ড্রাইভের মতো খেলেন সাকিব। তবে বাতাসে ভাসিয়ে খেলা বলটা ফিল্ডার মোহাম্মদ নবিকে অতিক্রম করতে পারেনি। ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে যাওয়া বল দারুণ ক্ষীপ্রতায় তালুবন্দী করেন নবি। লিটন-শান্তর আউটের পর হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব। দুজনের জুটি থেকে ৬৫ বলে ৩৭ রান। ৩৮ বলে ১৫ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। রশিদের নিচু হয়ে আসা গুগলি মুশফিকের লেগ স্টাম্প দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল-ব্যাটে সেভাবে করতে পারেননি, পা ছুঁয়ে বল যায় স্টাম্পে। ১ রানে ফেরেন তিনি। এরপর রশিদের শিকার হয়েছেন এই সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনও।
রশিদের বলটা পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন আফিফ। বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। রিভিউ নিলে সিদ্ধান্ত আসে আফগানদের পক্ষে। বাংলাদেশের বিপদ বাড়িয়ে আফিফ ফেরেন ৪ রানে। এই প্রতিবেদন লিখতে লিখতে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজও। ফজলহক ফারুকীর বলে এলবিডব্লু। মিরাজের বিদায়ের পর আবার বৃষ্টি নেমেছে চট্টগ্রামে, আপাতত বন্ধ রয়েছে খেলা।
প্রথম দফায় বৃষ্টি নামলেও বেশি সময়ক্ষেপণ হয়নি, একটু পরেই থেমে যায়। কিন্তু দ্বিতীয় দফায় প্রায় পৌনে এক ঘণ্টা বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ। মাঠ শুকিয়ে খেলা চালিয়ে যাওয়ার অবস্থা তৈরি করতে লাগল আরও পৌনে ১ ঘণ্টা। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া স্বাগতিকেরা যেন বৃষ্টির কারণে আরও বেশি বিপাকে পড়ে গেল।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির বাধায় ম্যাচের পরিধি কমেছে ৭ ওভার। বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান। বাকি ৮.৩ ওভারে কত যে রান তুলতে পারে তামিম ইকবালের দল, সেটাই হবে আফগানদের লক্ষ্য। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ আবৃত হয়ে আছে ঘন মেঘের চাদরে। আবার বৃষ্টি নামলে খেলা রান রেটের হিসাবে ডিএলএস মেথডে যাবেন ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশের রান তোলার হারও বেশি নয়–মাত্র ৪.১৭।
প্রথম দফা বৃষ্টির পর আউট হয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন। বিপর্যয়ের শুরুটা সাকিবকে দিয়ে। আজমতুল্লাহ উমরজাইকে কাভার ড্রাইভের মতো খেলেন সাকিব। তবে বাতাসে ভাসিয়ে খেলা বলটা ফিল্ডার মোহাম্মদ নবিকে অতিক্রম করতে পারেনি। ডান দিকে ঝাঁপিয়ে নিচু হয়ে যাওয়া বল দারুণ ক্ষীপ্রতায় তালুবন্দী করেন নবি। লিটন-শান্তর আউটের পর হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন সাকিব। দুজনের জুটি থেকে ৬৫ বলে ৩৭ রান। ৩৮ বলে ১৫ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ের পর দ্রুতই আউট হয়েছেন মুশফিক। রশিদের নিচু হয়ে আসা গুগলি মুশফিকের লেগ স্টাম্প দিয়ে প্রায় বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। তবে বল-ব্যাটে সেভাবে করতে পারেননি, পা ছুঁয়ে বল যায় স্টাম্পে। ১ রানে ফেরেন তিনি। এরপর রশিদের শিকার হয়েছেন এই সিরিজ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনও।
রশিদের বলটা পেছনের পায়ে খেলতে চেয়েছিলেন আফিফ। বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। রিভিউ নিলে সিদ্ধান্ত আসে আফগানদের পক্ষে। বাংলাদেশের বিপদ বাড়িয়ে আফিফ ফেরেন ৪ রানে। এই প্রতিবেদন লিখতে লিখতে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজও। ফজলহক ফারুকীর বলে এলবিডব্লু। মিরাজের বিদায়ের পর আবার বৃষ্টি নেমেছে চট্টগ্রামে, আপাতত বন্ধ রয়েছে খেলা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে