Ajker Patrika

পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রাজা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪: ৫১
পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন রাজা

ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া যেন সিকান্দার রাজার কাছে এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। গতকাল পার্থে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচেও হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। আর এই অনুপ্রেরণা পেয়েছিলেন রিকি পন্টিংয়ের কাছ থেকে।

গতকাল ম্যাচের আগে সকালে পন্টিংয়ের কাছ থেকে বার্তা পেয়েছিলেন রাজা। পন্টিংয়ের কাছ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন রাজা। ম্যাচ শেষে জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আমি জানতাম আজ (গতকাল) সকালে আমাকে একটা ছোট ক্লিপ পাঠানো হয়েছিল এবং এটা পন্টিং পাঠিয়েছিলেন। আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিছুটা চাপেও ছিলাম। আজকের ম্যাচ নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। অনুপ্রেরণা সেখানেই ছিল। তবে যদি সামান্য পুশ করারও দরকার হতো, আমি মনে করি সেটা এই ক্লিপ থেকেই পেয়েছি। পন্টিংকে তাই অনেক ধন্যবাদ।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে সমান তালে পারফর্ম করছেন রাজা। জিম্বাবুয়ের তিন জয়ের তিনটিতেই হয়েছেন ম্যাচ-সেরা। পাঁচ ম্যাচে করেছেন ১৪৫ রান। গড় ২৯ এবং স্ট্রাইক রেট ১৪৯.৪৮। একটা ফিফটিও করেছেন। আর বোলিংয়ে নিয়েছেন ৮ উইকেট। বোলিং গড় ১২.১৩ এবং ইকোনমি ৬.০৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত