Ajker Patrika

সুযোগ হাতছাড়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৭: ১৬
সুযোগ হাতছাড়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ

দ্বিতীয় সেশনে সহজ-কঠিন মিলিয়ে একের পর সুযোগ হাতছাড়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ। সুযোগ কাজে লাগিয়ে বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছেন রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। পঞ্চম উইকেট জুটিতে এর মধ্যে দুজনে ১৩২ রান যোগ করেছেন। ৪ উইকেটে ২২৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে ভারত।

টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন পান্ত। ৯০ বলে ৮৬ রান নিয়ে অপরাজিত আছেন এই উইকেটকিপার ব্যাটার। তাঁর সঙ্গী আইয়ার অপরাজিত আছেন ৫৮ রানে। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন আইয়ার। দুজনের দাপটে একপর্যায়ে ৯৪ রানে ৪ উইকেট হারানো ভারত দ্বিতীয় সেশনে তুলেছে ১৪০ রান। 

তবে দ্বিতীয় সেশনের শুরুতে বিরাট কোহলিকে তুলে নিয়ে ভিন্ন বার্তাই দিয়েছিলেন তাসকিন আহমেদ। ৭৩ বলে ২৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন কোহলি। এরপর পান্ত-আইয়ার দুজনকেই ফেরাতে পারত বাংলাদেশ। ক্যাচ-স্ট্যাম্পিং মিসের মহড়ায় সেটা হয়ে ওঠেনি। 

ব্যক্তিগত ১১ রানে প্রথম স্লিপে পান্তের ক্যাচ ছাড়েন লিটন দাস। মেহেদি হাসান মিরাজের একটু বাড়তি বাউন্সের বলটা পান্তের ব্যাটের কানায় লেগে লিটনের কাছে যায়, তাতে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি তিনি। এরপর তাসকিনের বলে গালিতে ব্যক্তিগত ১৯ রানে থাকা আইয়ারের ক্যাচ ছাড়েন মিরাজ। বেশ খানিকটা লাফিয়ে বলে হাত ছোঁয়ালেও বলটা জমাতে পারেননি মিরাজ। উল্টো পরে নাকে আঘাত পান তিনি, রক্তও পড়তে দেখা যায়। হালকা শুশ্রূষা শেষে আবার মাঠে ফেরেন মিরাজ। 

আইয়ারকে আউটের সবচেয়ে সহজ সুযোগটা মিস করেন নুরুল হাসান সোহান। সাকিব আল হাসানের বল বেরিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে কর‍তে না পারলে স্টাম্পিংয়ের সুযোগ পান সোহান। যথেষ্ট সময় পেয়েও সেটা করতে পারেননি তিনি। আইয়ারের রান তখন ২১। দ্বিতীয় সেশনে পান্তকে আউটের আরও একটি সুযোগ হাতছাড়া করেন মুশফিকুর রহিম। মিরাজের বল লং-অনে তুলে মেরেছিলেন পান্ত। বাউন্ডারি রোপ থেকে এগিয়ে থাকা মুশফিক বলের নাগাল পেলেও হাতে রাখতে পারেননি। এতগুলো সুযোগ হাতছাড়ার মাশুলই এখন দিচ্ছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ