জিম আফ্রো টি-১০ লিগে টানা তৃতীয় ম্যাচে হারল জোহানেসবার্গ বাফেলোস। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিজেদের চতুর্থ ম্যাচে হারারে হারিকেনসের বিপক্ষে ২ রানে হেরেছে তারা। হারারে হারিকেনসের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৪ রানে থামে বাফেলোস।
আগের তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেও এই ম্যাচে বাফেলোসের একাদশে সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিন ম্যাচে ১৬৮.৭৫ স্ট্রাইকরেটে ৮১ রান করেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর গড়ও নজরকাড়া—৮১। তিন ম্যাচে আউট হয়েছেন একবার। প্রথম ম্যাচেই বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। ওই ম্যাচে ১০ রানে জিতে তাঁর দলও দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল।
পরের ম্যাচে ডারবান কালন্দার্সের বিপক্ষে ১২ বলে ১৯ রান করেন মুশফিক। গতকাল কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষেও ১৩ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে। দুটি ম্যাচে হারে তাঁর দল বাফেলোস। দল হারলেও পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুশফিক। তবু আজ হারারে হারিকেনসের বিপক্ষে একাদশে জায়গা হয়নি।
টস জিতে হারারে হারিকেনসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। রবিন উথাপ্পার ২০ বলে ৩১, এভিন লুইসের ৯ বলে ১৯ ও ইরফান পাঠানের ৮ বলে ১৫ রানের ইনিংসের সৌজন্যে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে হারারে হারিকেনস। ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন নুর আহমেদ।
জবাবে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় বাফেলোস। ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি রবি বোপারা। শেষ ১২ বলে জিততে বাফেলোসের প্রয়োজন ছিল ২৪ রান। ১৯ তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার ৬ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। মোহাম্মদ নবির করা শেষ ওভারে চার-ছক্কা মেরে ১৫ রানের বেশি তুলতে পারেননি ইংলিশ অলরাউন্ডার বোপারা। হারারে হারিকেনসের হয়ে বার্গার ২ ওভারে ১২ দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
জিম আফ্রো টি-১০ লিগে টানা তৃতীয় ম্যাচে হারল জোহানেসবার্গ বাফেলোস। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিজেদের চতুর্থ ম্যাচে হারারে হারিকেনসের বিপক্ষে ২ রানে হেরেছে তারা। হারারে হারিকেনসের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৪ রানে থামে বাফেলোস।
আগের তিন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেও এই ম্যাচে বাফেলোসের একাদশে সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিন ম্যাচে ১৬৮.৭৫ স্ট্রাইকরেটে ৮১ রান করেছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর গড়ও নজরকাড়া—৮১। তিন ম্যাচে আউট হয়েছেন একবার। প্রথম ম্যাচেই বুলাওয়ে ব্রেভসের বিপক্ষে ২৩ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। ওই ম্যাচে ১০ রানে জিতে তাঁর দলও দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল।
পরের ম্যাচে ডারবান কালন্দার্সের বিপক্ষে ১২ বলে ১৯ রান করেন মুশফিক। গতকাল কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষেও ১৩ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে। দুটি ম্যাচে হারে তাঁর দল বাফেলোস। দল হারলেও পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুশফিক। তবু আজ হারারে হারিকেনসের বিপক্ষে একাদশে জায়গা হয়নি।
টস জিতে হারারে হারিকেনসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। রবিন উথাপ্পার ২০ বলে ৩১, এভিন লুইসের ৯ বলে ১৯ ও ইরফান পাঠানের ৮ বলে ১৫ রানের ইনিংসের সৌজন্যে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান করে হারারে হারিকেনস। ২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন নুর আহমেদ।
জবাবে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় বাফেলোস। ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি রবি বোপারা। শেষ ১২ বলে জিততে বাফেলোসের প্রয়োজন ছিল ২৪ রান। ১৯ তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার নান্দ্রে বার্গার ৬ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। মোহাম্মদ নবির করা শেষ ওভারে চার-ছক্কা মেরে ১৫ রানের বেশি তুলতে পারেননি ইংলিশ অলরাউন্ডার বোপারা। হারারে হারিকেনসের হয়ে বার্গার ২ ওভারে ১২ দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৬ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৬ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৭ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৮ ঘণ্টা আগে