Ajker Patrika

ব্যাটিং-বোলিং র‍্যাংকিংয়ে এগোলেন সাকিব

ব্যাটিং-বোলিং র‍্যাংকিংয়ে এগোলেন সাকিব

ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। এবার ব্যাটিং ও বোলিং-এই দুই র‍্যাংকিংয়েও এগিয়েছেন সাকিব।

আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্থা সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদ করেছে। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন সাকিব। ব্যাটারদের র‍্যাংকিংয়ে আগে ৩১ নম্বরে ছিলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বোলারদের র‍্যাংকিংয়ে ৮ থেকে ৫ নম্বরে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করার পুরস্কার পেয়েছেন সাকিব। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪৭ গড় ও ৯২.৭৬ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪১। সিরিজে দুটো ফিফটি করেছেন। ৪.৮০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যেখানে চট্টগ্রামে ৩য় ওয়ানডে ৭৫ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব।

টেস্টে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে থাকা রবীচন্দ্রন অশ্বিন ও জেমস অ্যান্ডারসন দুজনেরই রেটিং ৮৫৯। তবু শীর্ষে আছেন ভারতীয় এই স্পিনার। আর ৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন প্যাট কামিন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত