শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। নাসিম শাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন এক বছরেরও বেশি সময় আগে সর্বশেষ ওয়ানডে খেলা হাসান আলী।
হাসান সুযোগ পেয়েছেন মূলত নাসিম চোট পাওয়াতেই। অন্যদিকে এশিয়া কাপে ভালো করতে না পারায় বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ। পেস বোলিং অলরাউন্ডারের কপালে বিশ্বকাপ খেলার সুযোগ না থাকলেও উসামা মীরকে রেখেছে পিসিবি। গত আগস্টে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই লেগ স্পিনার।
ভারতীয় কন্ডিশন স্পিন সহায়ক হওয়ায় শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের সঙ্গে উসামা মীরকে স্কোয়াডে রেখেছে পাকিস্তান। স্পেন বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গ দেবেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান।
ব্যাটিংয়ে তেমন কোনো চমক নেই। নিয়মিত ব্যাটাররাই সুযোগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। এশিয়া কাপে ভালো কিছু না করলেও ওপেনিংয়ে ইমাম-উল-হকের সঙ্গে ফখর জামানের ওপরেই আস্থা রেখেছে পিসিবি। এর পরে ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ইফতিখার আহমেদরা আছেন। শেষ মুহূর্তে তায়েব তাহিরের পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পাওয়া সৌদ শাকিলও জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপে। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসকে রিজার্ভে রেখেছে পাকিস্তান।
সর্বশেষ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও পাকিস্তানের শুরু পরের দিন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ইমাম-উল-হক, ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। নাসিম শাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন এক বছরেরও বেশি সময় আগে সর্বশেষ ওয়ানডে খেলা হাসান আলী।
হাসান সুযোগ পেয়েছেন মূলত নাসিম চোট পাওয়াতেই। অন্যদিকে এশিয়া কাপে ভালো করতে না পারায় বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ। পেস বোলিং অলরাউন্ডারের কপালে বিশ্বকাপ খেলার সুযোগ না থাকলেও উসামা মীরকে রেখেছে পিসিবি। গত আগস্টে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই লেগ স্পিনার।
ভারতীয় কন্ডিশন স্পিন সহায়ক হওয়ায় শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের সঙ্গে উসামা মীরকে স্কোয়াডে রেখেছে পাকিস্তান। স্পেন বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গ দেবেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হাসান।
ব্যাটিংয়ে তেমন কোনো চমক নেই। নিয়মিত ব্যাটাররাই সুযোগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। এশিয়া কাপে ভালো কিছু না করলেও ওপেনিংয়ে ইমাম-উল-হকের সঙ্গে ফখর জামানের ওপরেই আস্থা রেখেছে পিসিবি। এর পরে ব্যাটিংয়ে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ইফতিখার আহমেদরা আছেন। শেষ মুহূর্তে তায়েব তাহিরের পরিবর্তে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পাওয়া সৌদ শাকিলও জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপে। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসকে রিজার্ভে রেখেছে পাকিস্তান।
সর্বশেষ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও পাকিস্তানের শুরু পরের দিন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ইমাম-উল-হক, ফখর জামান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে