ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের কাছে ভারত টেস্ট সিরিজ হারের পর থেকেই চলছে সমালোচনা। সামাজিক মাধ্যমে ভারতীয় দলকে নিয়ে একের পর এক বিদ্রুপ করে যাচ্ছেন নেটিজেনরা। ভারতের এভাবে ধরাশায়ী হওয়ার সমালোচনা করতে গিয়ে বাসিত আলী টেনে আনলেন বাংলাদেশের প্রসঙ্গ।
বাংলাদেশকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করার পরই ভারত খেলতে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে কানপুর টেস্টে আড়াই দিন খেলা হলেও ভারত জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের থেকে। অন্যদিকে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে নিউজিল্যান্ড এসেছে ভারতে খেলতে। সেই নিউজিল্যান্ড কি না ১ ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভারত ২ দিনে ম্যাচ জিতেছিল। শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। তারা (ভারত) মনে করেছিল খুব সহজেই নিউজিল্যান্ডকে হারানো যাবে। এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে।’
ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার স্বাদ ভারত সবশেষ পেয়েছিল ২০১২ সালে। ইংল্যান্ডের কাছে সেই সিরিজ হারের পর ভারত পরবর্তী ১২ বছরে ঘরের মাঠে ১৮ টেস্ট সিরিজ খেলে প্রত্যেকটিতেই জেতে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া ভারতের চেয়ে বর্তমান নিউজিল্যান্ড দল যোজন যোজন পিছিয়ে। অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসনকে দুই টেস্টের কোনোটিতেই পায়নি নিউজিল্যান্ড। এমনকি ভারত সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন টিম সাউদি। টম লাথামের নেতৃত্বে ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসে নিউজিল্যান্ড।
তুলনামূলক কম অভিজ্ঞ নিউজিল্যান্ড বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতকে ৪৬ রানে গুটিয়ে দিয়েছিল। ৮ উইকেটে সেই জয়ের পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্ট কিউইরা জিতেছে ১১৩ রানে। পুনে টেস্ট গতকাল তিন দিনেই শেষ হয়ে গেছে। রোহিত-কোহলির মতো ভারতের অভিজ্ঞ ব্যাটাররাও সংগ্রাম করছেন এই সিরিজে। যে মিচেল স্যান্টনার ক্যারিয়ারের প্রথম ২৮ টেস্টে কখনোই ইনিংসে ৫ উইকেট পাননি, তিনি পুনে টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন। ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে হয়েছেন ম্যাচসেরা। বাসিত বলেন, ‘নিউজিল্যান্ড প্রস্তুতিটা ভালো নিয়েছিল। তাদের হারানোর কিছু ছিল না। কেউ ভাবতেও পারেনি ভারতকে হারিয়ে দেবে নিউজিল্যান্ড। এমনকি নিউজিল্যান্ড নিজেরাও ভাবেনি যে এমন কিছু ঘটবে।’
৬২.৮২ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০। নিউজিল্যান্ড ৫০ শতাংশ সফলতার হার নিয়ে তিনে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের কাছে ভারত টেস্ট সিরিজ হারের পর থেকেই চলছে সমালোচনা। সামাজিক মাধ্যমে ভারতীয় দলকে নিয়ে একের পর এক বিদ্রুপ করে যাচ্ছেন নেটিজেনরা। ভারতের এভাবে ধরাশায়ী হওয়ার সমালোচনা করতে গিয়ে বাসিত আলী টেনে আনলেন বাংলাদেশের প্রসঙ্গ।
বাংলাদেশকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করার পরই ভারত খেলতে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে কানপুর টেস্টে আড়াই দিন খেলা হলেও ভারত জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের থেকে। অন্যদিকে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে নিউজিল্যান্ড এসেছে ভারতে খেলতে। সেই নিউজিল্যান্ড কি না ১ ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভারত ২ দিনে ম্যাচ জিতেছিল। শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। তারা (ভারত) মনে করেছিল খুব সহজেই নিউজিল্যান্ডকে হারানো যাবে। এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে।’
ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার স্বাদ ভারত সবশেষ পেয়েছিল ২০১২ সালে। ইংল্যান্ডের কাছে সেই সিরিজ হারের পর ভারত পরবর্তী ১২ বছরে ঘরের মাঠে ১৮ টেস্ট সিরিজ খেলে প্রত্যেকটিতেই জেতে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া ভারতের চেয়ে বর্তমান নিউজিল্যান্ড দল যোজন যোজন পিছিয়ে। অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসনকে দুই টেস্টের কোনোটিতেই পায়নি নিউজিল্যান্ড। এমনকি ভারত সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন টিম সাউদি। টম লাথামের নেতৃত্বে ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসে নিউজিল্যান্ড।
তুলনামূলক কম অভিজ্ঞ নিউজিল্যান্ড বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ভারতকে ৪৬ রানে গুটিয়ে দিয়েছিল। ৮ উইকেটে সেই জয়ের পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্ট কিউইরা জিতেছে ১১৩ রানে। পুনে টেস্ট গতকাল তিন দিনেই শেষ হয়ে গেছে। রোহিত-কোহলির মতো ভারতের অভিজ্ঞ ব্যাটাররাও সংগ্রাম করছেন এই সিরিজে। যে মিচেল স্যান্টনার ক্যারিয়ারের প্রথম ২৮ টেস্টে কখনোই ইনিংসে ৫ উইকেট পাননি, তিনি পুনে টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন। ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে হয়েছেন ম্যাচসেরা। বাসিত বলেন, ‘নিউজিল্যান্ড প্রস্তুতিটা ভালো নিয়েছিল। তাদের হারানোর কিছু ছিল না। কেউ ভাবতেও পারেনি ভারতকে হারিয়ে দেবে নিউজিল্যান্ড। এমনকি নিউজিল্যান্ড নিজেরাও ভাবেনি যে এমন কিছু ঘটবে।’
৬২.৮২ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সফলতার হার ৬২.৫০। নিউজিল্যান্ড ৫০ শতাংশ সফলতার হার নিয়ে তিনে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
আরও পড়ুন:
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৩ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে